পেপটিক আলসারের লক্ষণ
অনেকে পেপটিক আলসারের সমস্যায় ভুগছেন। অতিরিক্ত গ্যাস্ট্রিকের কারণেও এটি হতে পারে। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে এ সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে পেপটিক আলসারের কারণ ও চিকিৎসা সম্পর্কে বলেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল অফিসার ডা. ইফতেখার হোসেন চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. ইফতেখার হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশে যে বিষয়টা দেখা দিচ্ছে, প্রত্যেকটা মানুষের মনে হচ্ছে আমার পেটে গ্যাস, আমার সমস্যা, আমার জ্বালাপোড়া করে। আমাদের যে পাকস্থলী আছে, সেই পাকস্থলীতে যখন আলসার হয়ে যায়, যখন ঘা হয়ে যায়, তার কারণে অনেকগুলো উপসর্গ দেখা দেয়। যেমন তার একটু বমি বমি ভাব হয়, তার হার্ট বার্ন হয়, বুক জ্বালাপোড়া করে, অস্বস্তি অনুভব হবে এবং খাবারের রুচিটাও কমবে। সে ক্ষেত্রে এই উপসর্গগুলো যে আলসারের কারণে হচ্ছে, সম্মিলিতভাবে এটাকে পেপটিক আলসার বলে।
পেপটিক আলসার কী, কেন হয়, উপসর্গ কী এবং এর চিকিৎসাই বা কী, এ সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।