ফাইব্রোস্ক্যানের মাধ্যমে কি ফ্যাটি লিভার নির্ণয় সম্ভব
অনেকেই ফ্যাটি লিভার রোগে ভুগছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জানব ফাইব্রোস্ক্যানের মাধ্যমে ফ্যাটি লিভার নিখুঁতভাবে নির্ণয় সম্ভব কি না।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে ফ্যাটি লিভার সম্পর্কে কথা বলেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের কনসালটেন্ট অধ্যাপক ডা. মুহাম্মদ আবদুল্লাহেল কাফী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
ফ্যাটি লিভারের ক্ষেত্রে সাধারণত আমরা ফাইব্রোস্ক্যানের কথা বলে থাকি। এটা কতটুকু নিখুঁতভাবে নির্ণয় করতে পারে। আরেকটি বিষয় জানতে চাইব, এটির মাধ্যমে যখন নির্ণয় হচ্ছে, প্রাথমিকভাবে রোগী যখন আসছে, তাদের সবার ক্ষেত্রে ফাইব্রোস্ক্যান করার প্রয়োজন হয় কি না। সঞ্চালকের এ প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. মুহাম্মদ আবদুল্লাহেল কাফী বলেন, ফাইব্রোস্ক্যানের মাধ্যমে আসলে... আগে আমরা লিভারটা কেমন আছে, লিভারের সেলগুলো কেমন আছে, সেটা জানার জন্য বায়োপসি করতাম। লিভারের অংশ কেটে নিয়ে দেখতাম লিভারের সেল কেমন। এটা অনেক দিন প্রচলিত ছিল, এখনও আছে। এটা কষ্টদায়ক, ব্যয়বহুল। কিছু ঝুঁকি আছে, রক্তপাতও হয়। এমনকি দু-এক ক্ষেত্রে হাজারে একটা হলেও অনেক কমপ্লিকেশন হয়, অ্যাবসেস হয়, মারাও যেতে পারে। এত বড় ঝুঁকিপূর্ণ একটা বায়োপসি টেস্ট। ফাইব্রোস্ক্যানের সুবাদে এটা এখন আর করা লাগছে না।
অধ্যাপক ডা. মুহাম্মদ আবদুল্লাহেল কাফী বলেন, ফাইব্রোস্ক্যানের মাধ্যমে আপনি মোটামুটি ৯০-৯৫ শতাংশ আমরা ডায়াগনোসিস করতে পারি লিভার সিরোসিস হচ্ছে কি না। সুতরাং ফাইব্রোস্ক্যান একটি গুরুত্বপূর্ণ টেস্ট। এটা সব সময় প্রয়োজন নেই। যখন আলট্রাসনোগ্রামে বলা হলো যে সিগনিফিকেন্ট লিভার সিরোসিস আছে এবং লিভার ফাংশন টেস্ট করে দেখলাম যে এগুলো বেড়ে গেছে অথবা অ্যালবুমিন কমে গেছে, তখন আমরা ফাইব্রোস্ক্যান করলে ডেফিনিটলি পাব। তো সবার দরকার নেই। প্রাথমিক স্টেজে দরকার নেই। লিভার ফাংশন নরমাল, রক্তে চর্বিও নেই, ফিজিক্যালি অ্যাকটিভি করলে সেটা ভালো হয়ে যেতে পারে। তখন ফাইব্রোস্ক্যানের প্রয়োজন নেই।
ফ্যাটি লিভার কী, কেন হয়, এর প্রতিকারই বা কী, এসব প্রশ্নের উত্তর জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।