বন্ধ্যত্ব ও আইভিএফ পদ্ধতির মাধ্যমে সন্তানধারণ
সন্তানের মুখ দেখার চেয়ে আনন্দের আর কী হতে পারে। কিন্তু অনেকেই নানান শারীরিক সমস্যার কারণে সন্তান ধারণ করতে পারেন না। বন্ধ্যত্বের সমস্যায় সন্তানহীন থাকেন অনেকে। কিন্তু বর্তমানে এর আধুনিক চিকিৎসা রয়েছে।
ইনফার্টিলিটি বা বন্ধ্যত্ব নিয়ে আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলা যায়, তাহলে অনেক কুসংস্কার রয়েছে। এটাকে বলা হয় এক ধরনের অভিশাপ। বর্তমান যুগে এটি একেবারেই অনুপযোগী একটি কথা।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে পলিসিস্টিক ওভারি সিনড্রোম নিয়ে কথা বলেছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে গাইনি অ্যান্ড অবস বিভাগের কনসালটেন্ট ডা. খন্দকার শেহনীলা তাসনিম সুমি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. খন্দকার শেহনীলা তাসনিম সুমি বলেন, বন্ধ্যত্ব আসলে যে পরিবারে হয়, তাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটি পরিস্থিতি। যদি স্বাভাবিকভাবে যুগল একসঙ্গে থাকার পরেও এক বা দুবছরের মধ্যে যদি তিনি কনসিভ না করেন, মাতৃত্বের স্বাদ না পান, তাহলে আমরা সেটাকে বন্ধ্যত্ব বলব। ইনফার্টিলিটি নিয়ে কুসংস্কার সারা বিশ্বজুড়েই। আমাদের দেশে তো আরেকটু বেশি। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে শুধু মেয়েদের কারণে বা হাজব্যান্ডের কারণে হচ্ছে তা নয়। বিভিন্ন ফ্যাক্টর এটার সাথে জড়িত। অনেক অনেক ক্ষেত্রেই কিন্তু বন্ধ্যত্ব প্রতিরোধযোগ্য এবং চিকিৎসার মাধ্যমে সমাধান সম্ভব।
আইভিএফ সম্পর্কে ডা. খন্দকার শেহনীলা তাসনিম সুমি বলেন, আইভিএফ (In vitro fertilization) ব্যাপারটা হলো ওভামটা নিলাম, স্পার্ম নিলাম; তারপর বাইরে জায়গোট তৈরি করা হলো। তারপর প্রতিস্থাপন করা হচ্ছে মায়ের জরায়ুতে। এই আইভিএফের অনেকগুলো স্টেপ আছে। যদি দেখা যায় সিমেন কোয়ালিটি খারাপ বা স্পার্মগুলোতে ডিফেক্ট আছে, তখন এটাকে আমরা ইক্সি বলি। এটা আরও অ্যাডভান্স, সিমেনকে কেটেছেঁটে শুধু হেলদি পার্টটাকে আমরা একদম মাইক্রোস্কপিক্যালি দেখে ডিমের ভেতরে দিয়ে দেওয়া হয়।
আরেকটা হচ্ছে, যাদের বারবার প্রেগন্যান্সি লস হচ্ছে, দেখা গেল কোনও কারণ ছাড়া বা কোনও ভাবেই জানা যাচ্ছে না তার প্রেগন্যান্সি কেন লস হচ্ছে, ওই ক্ষেত্রেও নিষেক করার পরে বেবিটা তৈরি হলো, ওটা প্রতিস্থাপনের আগেই... আমরা পিজিটি বলি, জেনেটিক্যালি ডায়াগনসিস করে দেখা হয় এটা হেলদি কি না।
বন্ধ্যত্ব, পলিসিস্টিক ওভারি সিনড্রোম কী, লক্ষণ ও প্রতিকার বিশদে জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।