বাংলাদেশে কোলন ক্যানসারের কী চিকিৎসা রয়েছে?
আমাদের দেশে কোলন ক্যানসার হওয়ার প্রবণতা বাড়ছে। আজ আমরা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে এ বিষয়ে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ‘স্বাস্থ্য প্রতিদিন’-এর একটি পর্বে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ডা. রকিব আহমেদ।
আমাদের দেশে কোলন ক্যানসারের প্রচলিত কী কী চিকিৎসা রয়েছে, সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে ডা. রকিব আহমেদ বলেন, আমার মনে হয়, কোলন ক্যানসারের সব ধরনের চিকিৎসা আমাদের বাংলাদেশে অ্যাভেইলেবল। কোলন ক্যানসারের প্রধান এবং প্রিন্সিপাল মোড অব ট্রিটমেন্টই হচ্ছে সার্জারি। অর্থাৎ আমরা এটিকে অপারেশনের মাধ্যমেই চিকিৎসাটা করব।
ডা. রকিব আহমেদ আরও বলেন, যদি প্রাথমিক অবস্থায় বা টিউমারটা একই জায়গায় নির্দিষ্ট থাকে, তাহলে এ রকম হতে পারে যে সার্জারি তার একমাত্র চিকিৎসা, পরবর্তী চিকিৎসা দরকার পড়ছে না। স্টেজ অনুযায়ী, অর্থাৎ কোন পর্যায়ে টিউমারটা আছে, এটির ওপর নির্ভর করবে আমাদের পরবর্তী চিকিৎসা ব্যবস্থা।
ক্যানসারের পরবর্তী চিকিৎসা হচ্ছে কেমোথেরাপি। এরপর আরও আধুনিক কিছু চিকিৎসা ব্যবস্থা এসে গেছে, যেটা হলো টার্গেটেড থেরাপি। বাংলাদেশে প্রায়ই সুন্দর সুন্দর ড্রাগ চলে এসেছে এবং এগুলো অ্যাভেইলেবল। তবে এগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমাদের সার্জারি করার পরে বায়োপসির মাধ্যমে নির্ণয় করব যে এই টিউমারটা কত ভেতরে ইন করেছে, সেটা একটা বিষয়; এর ইনভলভমেন্ট কতটুকু... এগুলোর ওপর নির্ভর করবে আমাদের পরবর্তী চিকিৎসা ব্যবস্থা। অর্থাৎ সব রোগীকে কেমোথেরাপিতে যেতে হবে না। যাদের প্রয়োজন, তাদের আমরা কেমোথেরাপি দেব।