বাতজ্বর ও অতিরিক্ত ওজন কি হাঁটুর রোগের জন্য দায়ী?
অনেকে হাঁটুর ক্ষয় রোগ ও বাতজ্বরে ভুগছেন। দীর্ঘদিন চিকিৎসা করেও ফল মিলছে না বা প্রতিকার পাচ্ছেন না। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে বাতজ্বর হাঁটুর রোগের জন্য দায়ী কি না, সে সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে হাঁটুর ক্ষয় রোগসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন জাতীয় অর্থোপেডিকস হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠানে স্পোর্টস মেডিসিন অর্থোস্কোপি বিভাগের কনসালটেন্ট ডা. দিবাকর সরকার। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা।
আপনি যেটা বলছিলেন, মহিলাদের ক্ষেত্রে রোদ লাগানো বা খাবারদাবারের বিষয়গুলোতে সচেতন হওয়া এবং আরও কিছু জিনিস বা রোগ অ্যাড হয়ে থাকে যদি প্রপারলি মেইনটেইন না করা হয়। সে রোগগুলো আসলে কী কী, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. দিবাকর সরকার বলেন, প্রথমত আমি বলব, কিছু কিছু কারণ আছে, যেগুলো রোগের জন্য দায়ী। খুব কমনলি আমাদের দেশে যেটা হয়ে থাকে, সেটা হচ্ছে বাতজ্বর। অনেক ক্ষেত্রে যেটা হয়ে থাকে, আমরা কিন্তু পঞ্চাশের পরেও বাতজ্বরের রোগী পাচ্ছি। বাতজ্বরের পরবর্তীতে যে ঝামেলাগুলো হয়ে থাকে, যে জটিলতাগুলো সৃষ্টি হয়ে থাকে, সে ক্ষেত্রে রোগীদের আমরা অনেক ক্ষেত্রেই বিরত রাখতে পারি।
ডা. দিবাকর সরকার বলেন, রোগীরা যদি অতীতে আঘাত পেয়ে থাকে এবং প্রপার চিকিৎসা না হয়ে থাকে, সে ক্ষেত্রে হাঁটুর ক্ষয় রোগ এবং হাঁটুতে প্রবলেম সৃষ্টি হয়। অনেক সময় জয়েন্টে ইনফেকশন বা আঘাত পেলেও আমাদের এই প্রবলেমগুলো হয়ে থাকে। আমি বলব যে আপনাদের হাঁটুকে কখনও অবহেলা করবেন না। কারণ, হাঁটু যদি একবার দুর্বল হয়, তাহলে আমাদের গতি অনেকটা কমে যায় এবং সে ক্ষেত্রে পরবর্তীতে আমাদের অনেক প্রবলেম হয়ে থাকে। আমরা চিকিৎসা করেও রোগীদের আগের স্টেজে আনতে পারি না। তাই প্রথমেই আমার কথা হচ্ছে, যখনই আপনার হাঁটুতে কোনও প্রবলেম হবে, অবহেলা না করে স্থানীয় কোনও ডাক্তারকে দেখান। অন্তত রোগটা নির্ণয় করেন। ওই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করেন। তাহলে পরবর্তীতে আপনার জটিলতা অনেকখানি কমে যাবে।
আপনি স্থূলতার কথা বলেছেন। যাঁদের ওজন বেশি, তাঁদেরও দেখা যায় হাড় ক্ষয় হয়েছে। স্থূলতা যদি থাকে, তাহলে সমস্যাটা আরেকটু বেশি বৃদ্ধি পায়। তার পরেও দর্শকের সচেতনতার জন্য আপনার কাছ থেকে জানতে চাই, হাড় ক্ষয়ের ক্ষেত্রে ওজন কমানো কতটা জরুরি? সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. দিবাকর সরকার বলেন, অবশ্যই। ওজন বেড়ে গেলে হাঁটুর ওপর প্রভাব পড়বে। সারা দেহের ওপর প্রভাব পড়বে। শুধু হাঁটু নয়, দেহের প্রতিটি অঙ্গের ওপর প্রভাব পড়বে। কারণ, দেহকে অতিরিক্ত কাজ করতে হয়।
হাড় ক্ষয়ের ক্ষেত্রে ওজনের প্রভাব সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।