বাপ-দাদার টাক থাকলে আপনারও কি হবে
অনেকেই চুল পড়া সমস্যায় ভুগছেন। এর জন্য পরিবেশ দূষণ ও আমাদের জীবন যাপন পদ্ধতি দায়ী। সেই সঙ্গে রয়েছে বংশগত রোগ। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জানব, বংশগতভাবে চুল পাতলা হলে প্রতিরোধের উপায় কী।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে বংশগত চুল পাতলা হলে প্রতিরোধের উপায় বাতলেছেন প্রেসক্রিপশন পয়েন্ট, বনানী শাখার চর্ম ও যৌনরোগ বিভাগের কনসালটেন্ট ডা. ফারিয়াল হক এলভিস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা।
কারও বংশে তাঁর বাবার আছে, দাদার আছে। সেই ব্যক্তির যদি দেখা যায় তখন পর্যন্ত চুল পড়া সমস্যা শুরু হয়নি। তিন কী ধরনের প্রিকশন নিতে পারেন, যাতে ভবিষ্যতে টাকের সমস্যা না হয়, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. ফারিয়াল হক এলভিস বলেন, বাবা বা দাদার যদি থাকে, সে ক্ষেত্রে উনি প্রিকশন যেটা নেবেন, সেটা হলো যে প্রথমত আমাদের কাছে আসার পরে আমরা কয়েকটা টেস্ট দেব। টেস্টগুলো করে দেখব উনার শরীরে কী ধরনের হরমোনের ডেফিসিয়েন্সি আছে বা এগুলোর সাফিসিয়েন্সি আছে কি না। ওই হরমোন ইমব্যালেন্সটা আছে কি না দেখে নেব। হরমোন ইমব্যালেন্স যদি মোটামুটি থাকে, তাহলে ওটার সাপ্লিমেন্ট উনি শুরু করে দেবেন। অবশ্যই এটি ১৮ বছর বয়সের পর থেকে। সাপ্লিমেন্ট শুরু করলে দেখা যাবে উনি অনেক দিন পর্যন্ত এটা প্রিভেনশনের আওতায় রাখতে পারবেন।
ডা. ফারিয়াল হক এলভিস বলেন, কোনও কোনও মানুষের ওই ধরনের প্রবলেম থাকে না। ব্লাড টেস্ট করে আমরা পাই না। প্রিকশন অনুযায়ী। যদি ওই ধরনের কোনও প্রবলেম না থেকে থাকে, সে ক্ষেত্রে আমরা ভিটামিন ডেফিসিয়েন্সি আছে কি না, সেটাও দেখি। তো দেখা যায় যে ভিটামিন সাপ্লিমেন্ট দিয়ে, লাইফস্টাইলটা আমরা মোডিফাই করতে বলি, ওগুলো করে উনারা প্রিভেন্ট করতে পারেন। তার পরেও এই ট্রিগারিং ফ্যাক্টরটা বা মেইনলি শুরু হয় ৩০ বছর বয়সের পর থেকে। বেশির ভাগ মানুষই আমাদের দেশে ওই প্রিকশনটা নেয় না। আপনি যেটা বললেন, আমার বাবার আছে, তাহলে আগে থেকেই আমি প্রিকশন নিয়ে নিই। যখন প্রিকশন নেয় না, পরবর্তী সময়ে যখন চুল পড়া শুরু হয়, অনেকখানি খালি করার পরে আমাদের কাছে আসে। তখন আমাদের যে ধরনের অত্যাধুনিক প্রসিডিউর আছে, ওটাতেও অনেক হেল্প হয়।
বংশগত চুল পড়া সমস্যা প্রতিরোধ সম্পর্কে আরও জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।