বয়সের আগে মাসিক বন্ধ হলে কী করবেন
অনেক নারীর বয়সের আগেই মাসিক বন্ধ হয়ে যায়। কেন হয়, এর প্রতিকারই বা কী। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে এ সম্পর্কে বিশদে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে মেনোপজ সম্পর্কে বিস্তারিত বলেছেন ইবনে সিনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের গাইনি অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক ডা. নূর সাঈদা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
আরলি মেনোপজ হতে পারে? সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. নূর সাঈদা বলেন, হ্যাঁ, হতে পারে। ৪০ বছর বয়সের আগে যদি হয়, তাহলে আমরা প্রিম্যাচিউর মেনোপজ বলি। এটা হতে পারে জেনেটিক্যাল ডিটারমাইন্ড। আবার অনেক সময় ড্রাগ বা অপারেশনের কারণে হতে পারে। যেমন অপারেশন করে যদি আমরা ওভারি ফেলে দিই, তা হতে পারে ক্যানসার বা অন্য কোনও রোগের জন্য; যেহেতু ওভারি নেই, তার হরমোন নেই। তার মেনোপজ হয়ে গেল। অথবা যদি কেমোথেরাপি বা রেডিয়োথেরাপি; আবার কিছু ড্রাগও আছে, ড্রাগগুলো ডিরেক্ট অ্যাফেক্ট ফেলে ওভারিতে। তখন ওভারির হরমোনগুলো আসে না।
কোনও রোগের কারণে হতে পারে? সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. নূর সাঈদা বলেন, হ্যাঁ, হতে পারে। মেলেগনেন্ট ডিজিজ, যেটা ওভারিতে ইনভলভ করেছে, সেটার জন্য হতে পারে। অথবা ড্রাগের জন্য বললাম। কেমোথেরাপি বা রেডিয়োথেরাপি। খুবই কম। মোদ্দাকথা হলো, যদি ওভারিতে হরমোনগুলো না আসে, তখন সেটি ইউটেরাসের ওপর কাজ করতে পারবে না। ইউটেরাসের সাইকেলটাও আর হবে না। মাসিকও আর হবে না। তখন সেটাকে প্রিম্যাচিউর মেনোপজ বলা হয়।
প্রিম্যাচিউর মেনোপজ কী, এর কারণ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।