ভালোবাসা-মন-জীবন একই সুতায় কীভাবে গাঁথা
সখি ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়ভালোবাসা নিয়ে কবির নানান প্রশ্ন সাধারণের মনেও দাগ কাটছে যুগ যুগ ধরে। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জানব, ভালোবাসা-মন-জীবন একই সুতায় কীভাবে গাঁথা।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে মনোবিদ্যা নিয়ে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. সালাউদ্দিন কাউসার বিপ্লব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
ভালোবাসা-মন-জীবন একই সুতায় কীভাবে গাঁথা, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. সালাউদ্দিন কাউসার বিপ্লব বলেন, ভালোবাসার অনেক রকম ব্যাখ্যা আছে। একেবারে সহজ যে ব্যাখ্যা, একেবারে সহজ যে চিরন্তত সংজ্ঞা, সেটা হলো ইনটেন্স ফিলিং। মানে প্রচণ্ড একটা আকর্ষণবোধ। এটি আসলে ভালোবাসার মূল জিনিস যে কোনও একটা বিষয়ের প্রতি, কোনও মানুষের প্রতি, কোনও বস্তুত প্রতি, কোনও একটা কিছুর প্রতি একধরনের যে প্রচণ্ড আকর্ষণ, সেটিই ভালোবাসা। সেটিকে আমরা অনেক ভাবে ব্যাখ্যা করতে পারি। ছেলেমেয়েদের ভালোবাসা, মা-বাবার ভালোবাসা, কোনও একটা জামাকাপড়ের প্রতি ভালোবাসা, কোনও একটা দিবসের প্রতি ভালোবাসা, খেলার প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা ইত্যাদি। আমাদের মেইন যে বিষয়টা, ভাবনা কাহারে বলে যদি বলতে হয়, মানব-মানবীর ভালোবাসা।
অধ্যাপক ডা. সালাউদ্দিন কাউসার বিপ্লব বলেন, মানব কেন মানবীকে ভালোবাসে, এটা কিন্তু এখনও বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। তবে এটা একটা আবেগ, এতটুকু পর্যন্ত বলা যায়। এর পেছনের কারণ কী, এখনও পর্যন্ত জানা নেই।
এই যে আমরা বলি, আমাদের জীবনের অনেক ক্ষেত্রই মনের ওপর নির্ভরশীল, সঞ্চালকের এ কথার জবাবে অধ্যাপক ডা. সালাউদ্দিন কাউসার বিপ্লব বলেন, মন আসলে যেদিকে যায়, যেভাবে যায়, শরীর থেকে শুরু করে আমাদের সমস্ত কার্যক্রম সেদিকে যায়। সুতরাং এখানে মনকে অস্বীকার করার কোনও স্কোপ নেই। আর মন কোথায় থাকে, এটা আসলে বলা খুব কঠিন ব্যাপার। ধরা যাক, একজন নারীকে দেখার পর আমার যে চেঞ্জটা হয়, সেটা কিন্তু দেখার পর, দেখার আগে না। সুতরাং ব্রেইন মনকে নিয়ন্ত্রণ করে, এটা যে অনেকে বলে, আমার কাছে এটা গ্রহণযোগ্য না। বরং মন ব্রেইনের মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব যে ব্রেইন এখন কোন দিকে যাচ্ছে, কোন ধরনের কেমিক্যাল নিঃসরণ হচ্ছে বা কোন ধরনের কেমিক্যালের মাধ্যমে সে ডিক্টেটেড হচ্ছে, এটা ব্যাখ্যা করা যেতে পারে। কিন্তু সরাসরি ব্রেইন দ্বারা মন নিয়ন্ত্রিত, এটা বলা যাবে না। তবে মন ছাড়া কোনও কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
মন ও মনোরোগ সম্পর্কে আরও জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।