মাথাব্যথা কেন হয়, প্রতিকার কী
মাথাব্যথায় ভোগেননি, এমন মানুষ পাওয়া দুষ্কর। অনেকে আবার মাথাব্যথাকে তেমন গুরুত্ব দেন না। আবার অনেকে মাথাব্যথার সমস্যা নিয়ে অধিক চিন্তিত। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে মাথাব্যথা ও এর প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে মাথাব্যথা ও এর প্রতিকার নিয়ে কথা বলেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হসপিটালের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইমরান সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
ডা. ইমরান সরকার বলেন, মাথাব্যথা এমন একটি সমস্যা, যেটা শতকরা ৭০ থেকে ৮০ ভাগ লোক জীবনের কোনও না কোনও এক পর্যায়ে মাথাব্যথায় আক্রান্ত হয়ে থাকে। কেউ বলতে পারবেন না—আমার জীবনে একবারও মাথাব্যথা হয়নি। মাথাব্যথা সাধারণ সাইনাসাইটিসের জন্য হয়ে থাকে, আবার ব্রেইন টিউমারের জন্যও হতে পারে। সুতরাং মাথাব্যথা খুব সাধারণ যেমন হতে পারে, তেমনই মরণঘাতী হতে পারে।
কী কী কারণে মাথাব্যথা হয়ে থাকে, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. ইমরান সরকার বলেন, মাথাব্যথা বলতে আমরা কেবল মাথার অংশকেই বুঝি। অনেকে জানেন না, মস্তিষ্কের নিজস্ব কোনও বেদনা নেই। আপনি যদি মস্তিষ্ক কেটেও ফেলেন মাঝখানে, তা হলেও ব্যথা হবে না। মাথাব্যথা কোথা থেকে তৈরি হয়? মস্তিষ্কের সুরক্ষার জন্য আমাদের সৃষ্টিকর্তা অনেকগুলো আবরণ দিয়েছেন। এটাকে আমরা পর্দা বলে থাকি। তার বাইরেও রয়েছে হাড্ডি বা স্কাল্প। মাথাব্যথা পর্দা ও হাড় এবং তার উপরে যে চামড়া, এই অংশগুলো থেকে মাথাব্যথা তৈরি হয়। এর বাইরেও আমাদের যে মুখ ও তার আশপাশের অঙ্গগুলো, যেমন দাঁত; দাঁতের ব্যথা হলেও মাথাব্যথা হতে পারে। চোখ থেকেও মাথাব্যথা হতে পারে। কান থেকেও মাথাব্যথা হতে পারে। এমনকি গলাব্যথা থেকে মাথাব্যথা হতে পারে।
ডা. ইমরান সরকার আরও বলেন, মাথাব্যথাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রাইমারি হেডেক ডিসঅর্ডার। আরেকটা গ্রুপকে আমরা বলি সেকেন্ডারি হেডেক বা মাথাব্যথা। প্রাথমিক মাথাব্যথা হচ্ছে এমন, অনেক গবেষণা করার পরেও যার সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায়নি। আর যেগুলোর সুনির্দিষ্ট কারণ আছে, সেগুলো সেকেন্ডারি হেডেক। প্রাইমারি হেডেক ডিসঅর্ডারের মধ্যে যেটা সবচেয়ে কমন, একটি হচ্ছে টেনশন টাইপ অব হেডেক এবং অপরটি হচ্ছে মাইগ্রেন টাইপ অব হেডেক। সেকেন্ডারি হেডেকে ভয়াবহ যেটা, সেটা হচ্ছে ব্রেইন টিউমার কিংবা ব্রেইনে কোনও ইনফেকশন, ব্রেইনে কোনও আঘাত। সাইনোসাইটিস, এটিও সেকেন্ডারি হেডেক।
মাথাব্যথা ও এর প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।