মেছতা দূর হবে, জানুন ও মানুন বিশেষজ্ঞের পরামর্শ
অনেকেই মেছতার সমস্যায় ভুগছেন। মেছতা নারীর কমন একটি সমস্যা। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে মেছতা ও ত্বকের বিভিন্ন সমস্যা সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির সরাসরি স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ডাক্তার আছেন আপনার পাশে-র একটি পর্বে বিভিন্ন রোগ ও প্রতিকার সম্পর্কে কথা বলেছেন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহফুজুর রহমান এবং ল্যাবএইড হসপিটাল অ্যান্ড পিএইচসি এসথেটিকসের ডার্মাটোলজি বিভাগের কনসালটেন্ট ডা. ইশরাত জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
মেছতা সমস্যা কী এবং মেছতা হলে কী করণীয়, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. ইশরাত জাহান বলেন, মেছতা হচ্ছে স্কিনের হাইপারপিগমেন্টেশন ডিসঅর্ডার। ত্বকের কোনও জায়গায় যদি মেলানিনের প্রডাকশন বেড়ে যায়, তখন সেটাকে আমরা মেছতা বা মেলাজমা বলি। সেটা ফেসে হতে পারে, নেকে হতে পারে, ব্যাকে হতে পারে, বডির যে কোনও পার্টে হতে পারে এবং এটি এশিয়ান সাবকন্টিনেন্টে খুবই কমন।
ডা. ইশরাত জাহান আরও বলেন, মেছতার যে ট্রিটমেন্ট, সেটি খুবই লং প্রসেসের একটি ট্রিটমেন্ট এবং খুবই লেন্থি প্রসিডিউর। মেছতার ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রথমে একটা উরস্ল্যাম এক্সামিনেশন করা হয়, যেটা ম্যাগনিফায়েড গ্লাস দিয়ে দেখা হয় মেছতাটা আসলে কোন লেয়ারে আছে। মেছতা সাধারণত এপিডার্মাল ও ডার্মাল দুই ধরনের হয়ে থাকে। সে ক্ষেত্রে এপিডার্মাল ও ডার্মাল মেছতার বিভিন্ন রকম ট্রিটমেন্ট প্রসিডিউর রয়েছে।
ডা. ইশরাত জাহান যুক্ত করেন, আধুনিক ট্রিটমেন্টের পদ্ধতি হচ্ছে কমবাইন্ড। কমবাইন্ড ট্রিটমেন্ট বলতে বাসায় পেশেন্ট সানস্ক্রিন ইউস করবে, দিনের বেলা সারা দিন ইউস করবে এবং ট্রপিক্যাল বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করবে, যেগুলো ক্লিগম্যান ফরমুলার ক্রিমগুলো ব্যবহার করবে। হাইডোকোডিন ক্রিম ব্যবহার করবে খুব স্বল্প মেয়াদে। তার পর কিছু অ্যাডভান্স প্রসিডিউরের দিকে যাবে। যেগুলোর মধ্যে রয়েছে লেজার প্রসিডিউর, কেমিক্যাল ফিলিং, ডার্মাপেন এবং আরও কিছু অ্যাডভান্স প্রসিডিউর আছে, সেই প্রসিডিউরের দিকে যাবে।
কিডনির রোগসহ প্রস্রাবের বিভিন্ন সমস্যা ও প্রতিকার এবং মেছতার কারণ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।