যে কারণে হাঁটুব্যথা হয়
সাধারণত দেখা যায়, নারী-পুরুষ নির্বিশেষে হাঁটুর ব্যথা রয়েছে। হাঁটুব্যথার কারণ কী, আজ আমরা এ বিষয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান হাঁটুর ব্যথা ডাক্তার আছেন আপনার পাশে-র একটি পর্বে হাঁটুব্যথা সম্পর্কে বলেছেন ইবনে সিনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ডা. পারভেজ আহসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. নুসরাত জাহান দীপা।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. পারভেজ আহসান বলেন, আমি যখন হাঁটুর ব্যথা দেখি, তখন বয়সভেদে পার্থক্য করি অল্প বয়সিদের হাঁটুব্যথা বা বেশি বয়সিদের হাঁটুব্যথা। অল্প বয়সিদের হাঁটুব্যথাকে আমরা সাধারণত ট্রমা বা আঘাতজনিত কারণে ট্রিট করি। যেমন সে পড়ে গেলে, অথবা যদি খেলাধুলায় হাঁটু মচকে যায়, সেভাবে। অথবা সে অ্যাক্সিডেন্ট করল। এভাবে।
ডা. পারভেজ আহসান আরও বলেন, বেশি বয়স্কদের দেখা যায়, তাদের ডিজেনেটিভ কন্ডিশন আছে। বয়সের কারণে পরিবর্তন হয়, কার্টিলেজ ক্ষয় হয়ে যায়। সে কারণে অস্টেরিও-আর্থাইরিটিস হয় এবং হাঁটুব্যথা হয়।
বিভিন্ন জয়েন্টের রোগ নির্ণয় এবং চর্মরোগ ও এর প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।