যৌনদুর্বলতায় হরমোনের ভূমিকা ও এর চিকিৎসা
অনেকে হরমোনজনিত সমস্যায় ভুগছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে হরমোনজনিত সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে হরমোনজনিত সমস্যা ও তার প্রতিকার নিয়ে কথা বলেছেন ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের এন্ড্রোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা।
ছেলে বা মেয়েদের ক্ষেত্রে যৌনদুর্বলতার জন্য হরমোনের ভূমিকা কতটুকু এবং কারও যদি এ ধরনের সমস্যা থেকে থাকে চিকিৎসাটা কীভাবে করা হয়ে থাকে? পুষ্টিবিদ নুসরাত জাহান দীপার এ প্রশ্নের জবাবে ডা. ইন্দ্রজিৎ প্রসাদ বলেন, এ ধরনের সমস্যা পুরুষ-মহিলা উভয়েরই হতে পারে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এ কথাটা মুখ ফুটে আমাদের কাছে এসে অনেকেই বলে না। খুব সেনসিটিভ ইস্যু; পাশে হয়তো একজন গার্ডিয়ান থাকে, তার সামনে বলতে চায় না। এগুলো আসলে বলা উচিত। কারণ, প্রাইভেট কোনও কথা থাকলে সে আলাদাভাবে চিকিৎসককে বলতে পারে। এ ধরনের সমস্যা অনেক সময় বিবাহবিচ্ছেদের কারণ হয়ে যায়। নানান রকম সামাজিক সমস্যা তৈরি হয়।
ডা. ইন্দ্রজিৎ প্রসাদ আরও বলেন, এ রোগের ক্ষেত্রে আমরা কিছু পরীক্ষা-নিরীক্ষা করি এবং কোনও কোনও ওষুধ আছে এ ক্ষতির জন্য দায়ী। আবার কোনও কোনও হরমোনের অভাবের কারণেও এ রকম হয়ে থাকে। সেক্স হরমোন যেটাকে আমরা বলে থাকি, পুরুষ ও মহিলা উভয়েরই আলাদা আলাদা সেক্স হরমোন রয়েছে। এ হরমোনগুলোকে আমরা ট্র্যাক করি। হরমোনগুলোকে আমরা ল্যাবরেটরিতে পরিমাপ করতে পারি। পরিমাপ করে যদি দেখা যায় হরমোনের পরিমাণ কম রয়েছে, সে ক্ষেত্রে আমরা বাইরে থেকে হরমোনের চিকিৎসার মাধ্যমে এ ধরনের রোগীকে সুস্থ করে তুলতে পারি। এতে তার শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায়। তার সন্তানধারণের ক্ষমতা বৃদ্ধি পায় এবং মনের ভেতরে থাকা ডিপ্রেশন চলে যায়। সুন্দর পরিবার আমরা উপহার দিতে পারি।
হরমোনজনিত সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।