যৌন সমস্যা ও এর প্রতিকার
অনেকে বিভিন্ন ধরনের যৌন সমস্যায় ভুগছেন। কিন্তু প্রাথমিক পর্যায়ে বুঝতে পারছেন না এবং এমন একটা সময় যাচ্ছে, যখন আসলে চিকিৎসা হলেও সেটা সারিয়ে তোলা সম্ভব হয় না অনেক ক্ষেত্রে।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে যৌন সমস্যা সম্পর্কে বলেছেন ইউএস বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চর্ম ও যৌন রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মেহরান হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
সাধারণত কী কী যৌন সমস্যা আমরা বেশি দেখতে পাই, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মেহরান হোসেন বলেন, সাধারণত আমাদের দেশের পরিপ্রেক্ষিতে কিংবা প্র্যাকটিক্যাল সিচুয়েশন যদি বিশ্লেষণ করি, তাহলে যৌন সমস্যাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে সাইকোসেক্সুয়াল ডিজঅর্ডার। সেগুলো হচ্ছে অক্ষমতাজনিত সমস্যা। যেমন—প্রি-ম্যাচিউর ইজাকুলেশন হতে পারে, ইরেক্টাল ডিসফাংশন, ইমপোটেন্সি, পার্শিয়াল ইমপোটেন্সি ইত্যাদি। আরেকটা হচ্ছে ইনফেকশাস পার্ট, যেটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তার হয়তো যৌন অক্ষমতা বা দুর্বলতা নেই, কিন্তু বিভিন্ন ধরনের মেলামেশার ফলে বা প্রোটেকশন ছাড়া মেলামেশার ফলে ট্রান্সমিটেড যে ডিজিজগুলো হয়, সেটা ব্যাকটেরিয়াল হতে পারে, ভাইরাল হতে পারে, ফাঙ্গাল হতে পারে, প্যারাসাইটিক হতে পারে।
যৌন সমস্যা ও এর প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।