রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়লে কী ক্ষতি হয়
রক্তে যেমন ভালো কোলেস্টেরল রয়েছে, তেমনই খারাপ কোলেস্টেরলও রয়েছে। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জানব রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়লে কী হয়।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে কোলেস্টেরলের ক্ষতিকর প্রভাব নিয়ে কথা বলেছেন ডা. মো. তৌফিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সানজিদা হক পাপিয়া।
রক্তে উচ্চমাত্রায় কোলেস্টেরল যখন হয়, তখন কী ক্ষতি হতে পারে; সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মো. তৌফিকুর রহমান বলেন, রক্তে উচ্চমাত্রায় কোলেস্টেরল যখন থাকবে, তখন এই কোলেস্টেরলগুলো রক্তনালিতে জমাট বাঁধে। যখন এটি জমা হচ্ছে, তখন ডায়ামিটার আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে। রক্তনালি সংকুচিত হলে স্বাভাবিকভাবে যে পরিমাণ রক্ত যাওয়ার কথা, ওই পরিমাণ রক্ত যেতে পারে না। যেতে না পারলে কী হবে। রক্তের কাজ আছে। রক্ত আমাদের শরীরের টিস্যুতে অক্সিজেন এবং খাবার পরিবহণ করে। এটা সব জায়গার টিস্যুতে। এখন এটা যদি হার্টের মধ্যে হয়, হার্টে রক্তনালি আছে, তখন স্তর পড়বে বা জমাট বাঁধবে। এতে রক্তনালিতে ব্লক হবে। এই ব্লক হওয়ার ঝুঁকি অনেকখানি বেড়ে যায়।
রক্তে উচ্চমাত্রায় কোলেস্টেরল হওয়ার প্রধান কারণগুলো কী, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মো. তৌফিকুর রহমান বলেন, এ বিষয়ে অনেক ভ্রান্ত ধারণা আছে। আমরা মনে করি, চর্বিজাতীয় খাবার খেলে কোলেস্টেরল বাড়ে। এটা আংশিক সত্য, পুরোপুরি সত্য নয়। কারণ, দেখা যায় অনেক চিকন মানুষ কোলেস্টেরল-জাতীয় খাবার একদমই খায় না, কিন্তু তার রক্তে কোলেস্টেরল অনেক বেশি থাকতে পারে। এ জন্য আমরা বলি, জেনেটিক কারণেই রক্তে উচ্চমাত্রায় কোলেস্টেরল বেশি থাকে। হ্যাঁ, আপনি যদি বেশি বেশি খান, রক্তে চর্বির মাত্রা বাড়বে। কিন্তু চর্বির মাত্রা বাড়া নির্ভর করে সাধারণত ১০ শতাংশ। আর ৯০ শতাংশ রক্তের চর্বি তৈরি হয় শরীরের মধ্যে। লিভার এবং অন্যান্য কিছু অরগান আছে; মাসলসহ, যেগুলোতে কোলেস্টেরল তৈরি হয়। ফ্যাক্টরিতে যদি গণ্ডগোল থাকে, যে পরিমাণ তৈরি করার কথা, তার বেশি তৈরি হলে কোলেস্টেরল বাড়বে।
রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়া, এর ক্ষতিকর দিক ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।