শরীরে ইনসুলিনের ঘাটতি দেখা দিলে কী কী জটিলতা হয়
অনেকে হরমোনজনিত সমস্যায় ভুগছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে হরমোনজনিত সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে হরমোনজনিত সমস্যা ও তার প্রতিকার নিয়ে কথা বলেছেন ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের এন্ড্রোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা।
আমরা জানি, ইনসুলিন একটি হরমোন। আমাদের শরীরে ইনসুলিনের ঘাটতি দেখা দিলে কী কী জটিলতা হতে পারে? সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. ইন্দ্রজিৎ প্রসাদ বলেন, ইনসুলিন একটি হরমোন এবং আমরা যদি দুটি জীবনরক্ষাকারী হরমোনের কথা বলি, একটা হচ্ছে কর্টিসেল হরমোন, যেটা অ্যাড্রেনাল গ্ল্যান্ড; কিডনির ওপর টুপির মতো দুটো গ্ল্যান্ড থাকে, সেটাও হরমোন গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এটা জীবন রক্ষাকারী হরমোন। আরেকটা জীবন রক্ষাকারী হরমোন হচ্ছে ইনসুলিন।
ডা. ইন্দ্রজিৎ প্রসাদ আরও বলেন, যদি কোনও কারণে ইনসুলিন তৈরি হওয়া বন্ধ হয়ে যায়, অথবা ইনসুলিন যেখান থেকে তৈরি হয়, সেটাকে কেটে ফেলে দেন, তাহলে কিন্তু দুই থেকে তিন দিনের বেশি মানুষ বাঁচতে পারবে না। ইনসুলিন জীবন রক্ষাকারী ওষুধ বা হরমোন, যেটার অভাবে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে, সুগার বেড়ে গিয়ে ডায়াবেটিসের বিষক্রিয়া দেখা দিয়ে এ রকম হতে পারে। সুতরাং ইনসুলিন অবশ্যই একটি জীবন রক্ষাকারী হরমোন।
হরমোনজনিত সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।