শিশুদের সংক্রামক রোগের লক্ষণ বা উপসর্গ
শিশুর প্রতি বাড়তি যত্ন নিতে হয়, যাতে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তা না হলে শিশুরা নানারকম সংক্রামক রোগে আক্রান্ত হতে পারে। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে শিশুদের সংক্রামক রোগের লক্ষণ বা উপসর্গ সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ‘স্বাস্থ্য প্রতিদিনে’র একটি পর্বে শিশুর সংক্রামক রোগ নিয়ে কথা বলেছেন বিআরবি হসপিটালস লিমিটেডের পেডিয়াট্রিক ও নিউনাটোলজি বিভাগের প্রধান ও কনসালটেন্ট ডা. আয়শা হাসিনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
বর্তমান সময়ের প্রেক্ষিতে সংক্রামক রোগ কী কী, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. আয়শা হাসিনা বলেন, এ সময় বাচ্চাদের বিভিন্ন রকম সংক্রামক রোগ হয়। হাঁচি-কাশি, ঠাণ্ডা-সর্দি, চিকেন পক্স, মাম্পস, মিজেলস- এ রোগগুলো অনেক বেশি পাচ্ছি আমরা।
চিকেন পক্স সাধারণত কত বছর বয়স থেকে শুরু হতে পারে, এ ধরনের কোনো বয়সের পরিসীমা আছে কি না, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. আয়শা হাসিনা বলেন, বয়সের পরিসীমা বলতে আসলে কিছু নেই। একদম নবজাতক থেকে শুরু করে বাচ্চাদের যে কোনো সময়েই এটা হতে পারে।
লক্ষণ বা উপসর্গগুলো কত দিন আগে থেকে দেখা দিতে পারে, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. আয়শা হাসিনা বলেন, এ সময় সাধারণত ভাইরাল এপিসোডগুলো হয়, যেমন জ্বর, গায়ে-হাতে ব্যথা, শরীর ব্যথা করছে, খেতে ইচ্ছে করছে না, এগুলো প্রথম এক-দুদিন থাকে। তারপর দেখা যায় শরীরের বিভিন্ন জায়গায় লাল দাগ ওঠে, কিন্তু চিকেন পক্সের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দেখা যায়, লাল দাগ সাধারণত দানাদার হয়, গোলকার এবং এর মধ্যে পানি থাকে। একটা লাল বর্ণের বেজ থাকে, তার মধ্যে পানি পানি একটা বিচি থাকে। এটা একেবারে শুরুর দিক থেকে হয়। এটাই চিকেন পক্সের বিষয়। বিচিটা হবে, সেটার মধ্যে সাধারণত পানি থাকবে, যেটা অন্যান্য ভাইরাল লাল দাগের মধ্যে দেখা যায় না। প্রথমে দেখা যাবে পানি থাকবে। পরে আস্তে আস্তে পানিটা চলে গিয়ে শুকনো হয়ে যাবে। আবার আরেক জায়গায় হবে। কপাল বা মুখমণ্ডল থেকে শুরু হয় এটা। তারপর এটা শরীরের উপরের অংশ থেকে নিচের অংশ থেকে বিভিন্ন জায়গায় চলে যায়। এমনকি হাতে-পায়ে হয়, মুখের ভেতর হয়, মাথায় হয়, শরীরের বিভিন্ন জায়গায় হয় এটা।
কখন ডাক্তারের শরণাপন্ন হতে হবে এমন প্রশ্নের জবাব ডা. আয়শা হাসিনা বলেন, আমরা অনেককে দেখি যে ডাক্তারের কাছে যাচ্ছে না। অনেকে মনে করছে, এটি চিকেন পক্স, একা একাই সেরে যাবে। সে ক্ষেত্রে বাবা-মায়ের কখন আসলে শিশুদের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. আয়শা হাসিনা বলেন, যখন চিকেন পক্স থেকে ইনফেকশন হয়ে যাচ্ছে, বাচ্চার জ্বর কোনোভাবেই কমছে না, এতোটাই এক্সটেনসিভ চিকেন পক্স যে বাচ্চা খেতে পারছে না, খেতে কষ্ট হচ্ছে, বমি হচ্ছে। এ ছাড়া চিকেন পক্স রিলেটেড যদি কিছু জটিলতা হয়। জটিলতাগুলো হচ্ছে চিকেন পক্স থেকে ব্রেইনে আঘাত হতে পারে, নিউমোনিয়া হতে পারে, এখান থেকে অনেক সময় ইনফেকশন হতে পারে। এ ধরনের কোনো কম্প্লিকেশন দেখলে বাচ্চাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।
শিশুদের সংক্রামক রোগ ও প্রতিকার সম্পর্কে আরও জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জেনে নিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ।