শিশুর অ্যাসিডিটি হলে যা করবেন
করোনাকালে শিশুদের নানা রকম পেটের সমস্যা দেখা দিচ্ছে। এর মধ্যে অ্যাসিডিটি অন্যতম। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে শিশুর অ্যাসিডিটি হলে করণীয় সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে করোনায় শিশুদের পেটের সমস্যা সম্পর্কে বলেছেন নওগাঁ মেডিকেল কলেজের শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আব্দুস ছাত্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. মো. আব্দুস ছাত্তার বলেন, করণীয় হচ্ছে অল্প খাওয়াব, বারে বেশি। দ্বিতীয়ত, স্পাইসি ফুড যেগুলো আছে—ঝালযুক্ত, মসলাযুক্ত, তেলযুক্ত যে খাবারগুলো, এগুলো আমরা শিশুদের দেব না। সেইসঙ্গে প্রতিদিন শিশুদের একটা করে ফ্রুট দেব। পেটের সমস্যার জন্য গরুর দুধ গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। অনেক বাবা-মা মনে করেন, দুধটা অনেক ঘন করে বেবিকে খাওয়াব, সে পুষ্টিটা অনেক বেশি পাবে। আসলে এটি সম্পূর্ণ ভুল ধারণা। দুধ পাতলা করে খাওয়াতে হবে। কারণ, মায়ের দুধের চাইতে গাভীর দুধে সাড়ে তিন গুণ চর্বি বেশি। কাজেই আমরা দুধটাকে পাতলা করে খাওয়াব—অর্ধেক দুধ, অর্ধেক পানি। এভাবে যদি বেবি না খেতে চাই, তার সঙ্গে আমরা এডিশনাল সুগার যোগ করে দেব। প্রয়োজন হলে হরলিক্স জাতীয় জিনিস, যেটা ওর জন্য টেস্টি হয়। এভাবে মিশিয়ে দেব। তাহলে গাভীর দুধটা খেতে পারল সে। গাভীর দুধ আমরা দুই বছর পরে খেতে বলি। দুই বছরের আগে অবশ্যই গাভীর দুধ দেবেন না। যদি নিতান্তই উপায় না থাকে, এক বছর পর থেকে দেওয়া যেতে পারে; কিন্তু অবশ্যই পাতলা আকারে।
করোনায় শিশুদের পেটের সমস্যা ও করণীয় সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।