শিশুর চোখ দিয়ে পানি পড়লে কী করবেন
শিশুদের চোখে নানা রকম সমস্যা হতে পারে। আর এসব নিয়ে চিন্তিত থাকেন অভিভাবকেরা। আজ আমরা এসব বিষয়ে বিস্তারিত জানব একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে এ বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন ডা. জাফরুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ডা. মুনা তাহসিন।
শিশুদের চোখে কী কী ধরনের সমস্যা হতে পারে, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. জাফরুল হাসান বলেন, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, তার পর থেকে বাচ্চা যখন বড় হতে থাকে, নানান বয়সে নানান রকম অসুবিধা নিয়ে সে প্রেজেন্ট করে। সাধারণত যে বাচ্চাটা জন্মগ্রহণ করল, সে তো বলতে পারে না, মা এসে বলে। কমন সমস্যার ভেতরে বলে যে আমার বাচ্চার চোখ দিয়ে পানি পড়ছে। তার পর বলে, আমার বাচ্চা ভালোই তো ছিল, চোখের মণিটা সাদা হয়ে যাচ্ছে, চোখের মণি বড় হয়ে যাচ্ছে, বাচ্চা ঠিকমতো তাকাচ্ছে না... এ ধরনের সমস্যাগুলো সাধারণত ফেস করি আমরা। এটার জন্য কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হয়। বাচ্চা তো বলতে পারে না, কিছু পরীক্ষা-নিরীক্ষা করে ডায়াগনসিসের মাধ্যমে আমরা বলতে পারি।
শিশুদের চোখ দিয়ে পানি পড়লে কী করণীয়, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. জাফরুল হাসান বলেন, জন্মগতভাবে আমাদের চোখের দুই পাশে ঝর্ণার মতো আছে, সেখান থেকে পানি আসে। নাকের দুই গোড়ায় দুইটা ছিদ্র আছে, ছিদ্র দিয়ে নাক দিয়ে পানিটা চলে যাচ্ছে। এটা জন্মের তিন মাস থেকে শুরু হয় এবং সারাজীবন এভাবেই চলে। যখন ডেভেলপমেন্টাল কোনো প্রবলেম হয়, তখন পানি আসছে ঠিক আছে, কিন্তু যে নালী যে রাস্তা, সে রাস্তাটা হয়তো ডেভেলপমেন্টের মতো হচ্ছে না। সে জন্য পানিটা জমে যাচ্ছে, পানিটা সামনে থেকে পড়ে যাচ্ছে। এ ক্ষেত্রে আমরা মায়েদের বলি, আপনারা অপেক্ষা করুন। বাচ্চার ফেসটা যখন আস্তে আস্তে বড় হবে, নালীটা খুলে যাবে, তখন অটোমেটিক্যালি পানি পড়া বন্ধ হয়ে যাবে। এ ক্ষেত্রে আমরা সাধারণত বলি ১৮ মাস পর্যন্ত অপেক্ষা করতে। ১৮ মাসের পরেও যদি পানি পড়ে, তখন আমরা ছোট্ট একটা অপারেশন করি। এটাকে বলে নালীটাকে বড় করে দেওয়া। এটা দশ মিনিটের সার্জারি। এটা করলে ৯৫ শতাংশ বাচ্চার ঠিক হয়ে যায়।
শিশুর চোখ ও নাকের রোগ সম্পর্কে আরও প্রশ্নের উত্তর জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।