শিশুর হঠাৎ শ্বাসকষ্ট হলে যা করবেন
আপনার শিশুর যদি হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়, সে ক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আগে কী করবেন? আজ আমরা এ বিষয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক এক আয়োজনে এ বিষয়ে কথা বলেছেন ডা. সাজিয়া ফারাহ নাজ। তিনি বলেন, নানা কারণে শিশুর শ্বাসকষ্ট হতে পারে। প্রথমত যেসব শিশু অ্যালার্জি বা অ্যাজমাজনিত সমস্যায় ভোগে, তাদের শ্বাসকষ্ট হতে পারে; জ্বরের কারণে শ্বাসকষ্ট হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিউমোনিয়া। সে জন্য শিশুর শ্বাসকষ্ট হতে পারে। তাছাড়া খেলার ছলেও শিশুর শ্বাসকষ্ট হতে পারে।
ডা. সাজিয়া ফারাহ নাজের পরামর্শ, যেসব শিশুর অ্যালার্জি বা অ্যাজমাজনিত সমস্যা আছে, সেসব শিশুর ক্ষেত্রে ঘরবাড়ি যত দূর সম্ভব ধুলাবালিমুক্ত রাখতে হবে। ঘরে প্রপার ভেন্টিলেশনের ব্যবস্থা রাখতে হবে আর বাসায় সব সময় ইনহেলার বা নেবুলাইজারের ব্যবস্থা রাখতে হবে এবং এগুলোর সঠিক প্রয়োগবিধি জেনে নিতে হবে। জ্বরের কারণেও শিশুর শ্বাসকষ্ট হতে পারে। এ ক্ষেত্রে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। স্পাউঞ্জিং বা প্যারাসিটামলের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটি নিউমোনিয়া। নিউমোনিয়ার কারণে শিশুর শ্বাসকষ্ট হয়। এ ক্ষেত্রে শিশুর জ্বর থাকতে পারে, তীব্র কাশি থাকতে পারে, শিশু ঘন ঘন শ্বাস নেবে। শিশুর ক্ষেত্রে মাথার তালু দেবে যেতে পারে, বুকের খাঁচা ভেতরে ঢুকে যেতে পারে; এসব ক্ষেত্রে দেরি না করে নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। অথবা হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে।
তিনি আরও বলেন, অনেক সময় খেলার ছলে শিশুর শ্বাসকষ্ট হতে পারে। সে ক্ষেত্রে শ্বাসনালীতে খাবার বা খেলনা ঢুকে গিয়ে শিশুর তীব্র শ্বাসকষ্ট হতে পারে। সে ক্ষেত্রে দেরি করার কোনো সুযোগ নেই। নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চিকিৎসা দিতে হবে।