শীতে বাড়ছে খুশকি, শুষ্ক ত্বক? জানুন করণীয়
শীতকালে সাধারণত ত্বক শুষ্ক হয়ে যায়। তার কারণ, বাতাসে আর্দ্রতা কমে যাওয়া এবং শরীরে ঘাম কম হওয়া। সে জন্য সবারই ত্বক অল্পবিস্তর ফাটতে পারে। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে এ সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে শীতে ত্বকের সমস্যা ও সমাধান সম্পর্কে জানিয়েছেন ভেল্লা লেজার কেয়ার ও ভেল্লা এসথেটিকসের কনসালটেন্ট ডা. দিলরুবা সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
কিছু কিছু জায়গায় শীতের তীব্রতা বেড়েছে। শীতকালে ত্বকের কোন রোগগুলো আমরা বেশি দেখতে পাই? সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. দিলরুবা সুলতানা বলেন, শীতকালে প্রথম যে সাইন-সিম্পটমস দেখা দেয়, সেটা হচ্ছে ড্রাইনেস অব স্কিন। ত্বক ফেটে যেতে থাকে, বিশেষ করে বাচ্চাদের দেখা যায়। এমনিতেই যাদের নরমালি ড্রাই স্কিন থাকে, ওরা খুব সাফার করে এবং এতে দেখা যায় ত্বক ফেটে যাচ্ছে, কারও কারও ক্ষেত্রে... অনেকে মনে করেন উইন্টারে আমার হয়তো সানব্লক লাগবে না; সানব্লক ইউস করেন না, দেখা যায় স্কিন ডার্ক হতে থাকে। এ রকম বেশ কিছু প্রবলেম হয়। সেইসাথে স্ক্যাল্পে ড্যানড্রাফ বেড়ে যায়। ড্যানড্রাফ বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় বা একনির প্রবণতা বেড়ে যায় ড্যানড্রাফের কারণে। এ সমস্ত সমস্যাগুলো আমরা পাই।
শীতে ত্বকের বিভিন্ন সমস্যা ও এ থেকে উত্তরণের উপায় জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।