সোরিয়াসিস থেকে মুক্তি পেতে যা করবেন
সোরিয়াসিস খুবই কমন একটি রোগ। কনুইয়ে, হাঁটুতে, মাথার পেছনে চামড়া মোটা হয়ে যায়, লাল হয়ে যায় এবং মাছের আঁশের মতো চামড়া উঠতে থাকে। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে এ সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে সোরিয়াসিস সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইমদাদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. ইমদাদুল হক বলেন, সোরিয়াসিস এক বিশেষ ধরনের চর্মরোগ, যেটাতে দুনিয়াব্যাপী প্রায় টু পারসেন্ট পপুলেশন এ রোগে ভুগছে। টু পারসেন্ট পপুলেশন, এটা কিন্তু ফেলে দেওয়ার মতো না। স্কিন ডিজিজের মধ্যে বিশ্বব্যাপী ২ শতাংশ মানুষের এ রোগ আছে। এ রোগের বিশেষত্ব হচ্ছে শরীরের প্রেশার পয়েন্টগুলো, যেমন হাঁটু, কোমরের পেছনের অংশ, হাতের কনুই, নখ, মাথা; এসব জায়গায় চামড়াটা মোটা হয়ে যায়, চামড়া খসখসে হয়ে যায় এবং চামড়ার উপরিভাগটা মনে হচ্ছে সাদা রঙের সিলভারি হোয়াইট আঁশের মতো আবরণ হয়। রোগীরা বলে, ঘষা দিলে ক্ষত থেকে চালের গুঁড়োর মতো বের হয় এবং বেশিক্ষণ চুলকালে ওখান থেকে পিনপয়েন্ট ব্লিডিং হয়।
ডা. ইমদাদুল হক আরও বলেন, বংশগত কারণে এ রোগ হয়। মা-বাবা দুজনের যদি থাকে, তাহলে বাচ্চাদের হওয়ার ফিফটি পারসেন্ট পসিবিলিটি থাকে। বাবা বা মা যে কোনও একজনের যদি থাকে, তাহলে বাচ্চাদের ২০ থেকে ৩০ শতাংশ হওয়ার চান্স থাকে। আরেকটা হলো ট্রমা বা আঘাত। আঘাতটা কারও বাড়ি লাগল, কারও আগুনে পুড়ে গেল, মেন্টাল ট্রমার জন্য হতে পারে। যে কোনও ধরনের আঘাতে এটা হতে পারে।
পুরুষ বা নারীর ক্ষেত্রে কোনও ভ্যারিয়েশন আছে কি না, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. ইমদাদুল হক বলেন, তুলনামূলকভাবে পুরুষদের একটু বেশি হচ্ছে। মহিলাদের কম হচ্ছে। ওষুধের কারণেও এটা হয়। কিছু কিছু ওষুধের ব্যাপারে আমরা বেশ সাবধান হই। কিছু কিছু ওষুধ এ রোগীদের দেওয়া যাবে না বা যদি কারও হয়, এ ওষুধটা আমরা বন্ধ করে দিই বা আমরা জিজ্ঞেস করি আপনি এ ওষুধটা খাচ্ছেন কি না। কোন গ্রুপের খাচ্ছেন, এগুলো আমরা খুঁজি। একজন রোগী আসলে আমরা প্রথমে তার ফ্যামিলি হিস্ট্রি নিই, তার পর আঘাত ছিল কি না, এ জায়গাটাতে বার্ন হয়েছিল কি না; জানতে চেষ্টা করি, সে স্ট্রেসে থাকে কি না। এর পর রোগী যদি রাজি থাকে, তাহলে আমরা চামড়াটা কেটে পরীক্ষা করি।
সোরিয়াসিস কী, সোরিয়াসিস কেন হয়, এ থেকে মুক্তিতে আধুনিক চিকিৎসাই বা কী, এসবের বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।