সোরিয়াসিস রোগের চিকিৎসা কী
সোরিয়াসিস খুবই কমন একটি রোগ। এ নিয়ে মানুষের মনে বিভিন্ন প্রশ্ন রয়েছে। এই কোভিড-পরিস্থিতিতে মানুষের মনে আরও প্রশ্ন ও শঙ্কা দানা বেঁধেছে। আজ আমরা সোরিয়াসিস সম্পর্কে জানব একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রাশেদ মোহাম্মদ খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. শারমিন জাহান নিটোল।
সোরিয়াসিস কী?
অধ্যাপক ডা. রাশেদ মোহাম্মদ খান বলেন, সোরিয়াসিস খুবই কমন একটি রোগ। কনুইয়ে, হাঁটুতে, মাথার পেছনে চামড়া মোটা হয়ে যায়, লাল হয়ে যায় এবং মাছের আঁশের মতো চামড়া উঠতে থাকে। এগুলো সাধারণ লক্ষণ। কিছু কিছু পরীক্ষা আছে। যেমন আঁশটা যখন আমরা টান দিয়ে সরিয়ে ফেলি, তখন ব্লিডিং স্পট বা ছোট ছোট রক্তের ফোঁটা দেখা যায়। এগুলো দেখেও আমরা সোরিয়াসিস ডায়াগনসিস করি।
চিকিৎসা
অধ্যাপক ডা. রাশেদ মোহাম্মদ খান বলেন, চিকিৎসায় আমরা বহু দূর এগিয়েছি। অনেকে বলে, সোরিয়াসিস নাকি ভালো হয় না, স্কিন ডিজিজ নাকি ভালো হয় না; আমরা বলি, কোনও কিছুই ভালো হয় না, শুধু ইনফেকশাস ডিজিজ টাইফয়েড-ম্যালেরিয়া ভালো হয়, বাকি সবই কন্ট্রোলেবল; ডায়াবেটিস কন্ট্রোলেবল, প্রেশার কন্ট্রোলেবল, সোরিয়াসিস অলসো কন্ট্রোলেবল, নট কিউরেবল। বাট, দ্য থিং ইজ, আমরা এখন কিউরেবল চিন্তা করছি... আমরা খুব ভালোভাবে সোরিয়াসিস কন্ট্রোল করতে পারি এবং একই সাথে সোরিয়াসিসের যে কমপ্লিকেশনস আছে, জয়েন্ট ড্যামেজ, হার্টের সমস্যা, স্কিনের যে সমস্যাগুলো হয়, দেখতে খারাপ লাগে... ডিপ্রেশন হয়, অনেকে কারও সঙ্গে হ্যান্ডশেকও করতে পারে না; এ ক্ষেত্রে আমরা ভালোভাবে কন্ট্রোল করতে পারি।
সোরিয়াসিস কী, সোরিয়াসিস কেন হয়, এ থেকে মুক্তিতে আধুনিক চিকিৎসাই বা কী, এ সবের বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।