ব্রণের দাগ প্রতিকারে কী করবেন?
ব্রণ একটি বিব্রতকর সমস্যা। অনেক সময় ব্রণ চলে গেলেও দাগ থেকে যায়। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬৪৯তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. তাওহীদা রহমান ইরিন। বর্তমানে তিনি শিওর সেল মেডিকেলের ডার্মাটোলজি বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ব্রণের ক্ষেত্রে দেখা যায়, ব্রণ হয়ে সেরে গেলেও দাগ দেখা যায়, দাগ কিন্তু থেকে যায়। সেই ক্ষেত্রে চিকিৎসা কী থাকে?
উত্তর : ব্রণের দাগের অনেক কারণ আছে। প্রথমে আমরা যদি বেশি হাত দেই, তখন দাগ রয়ে যাচ্ছে। আবার কারো কারো স্পর্শকাতর ত্বক থাকে। ব্রণ চলে যাচ্ছে, তবে দাগ রেখে যাচ্ছে। সেই জন্য আমার পরামর্শ হলো, স্পর্শ কম করব। আর দাগ হয়ে গেলে আমরা সেখানে দাগ হালকা করার কিছু পণ্য ব্যবহার করতে পারি। সেবাম রেগুলেটেট ক্রিম ব্যবহার করতে হবে। এটি কেন ব্যবহার করব? এটি আমাদের ব্রণকে কমিয়ে আনবে। সঙ্গে সঙ্গে যে দাগ আছে, একেও হালকা করবে।