ত্বকের সমস্যায় চিকিৎসকের কাছে কখন যাবেন?
ত্বকের সমস্যায় অবহেলা না করে চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬৪৯তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. তাওহীদা রহমান ইরিন। বর্তমানে তিনি শিওর সেল মেডিকেলের ডার্মাটোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ত্বকের বিষয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে কখন যাওয়া উচিত?
উত্তর : আমি যদি একটি স্বাস্থ্যকর জীবনযাপন করি, তাহলে দাগগুলো হওয়ার আশঙ্কা কম থাকে। এরপরও আমার যদি হয়ে যায় শুরুতেই চলে আসব পরামর্শের জন্য। কারণ, এই দাগগুলো যত বাড়বে তত চিকিৎসা জটিল হয়ে যাবে।
প্রশ্ন : বাচ্চাদের ক্ষেত্রেও অনেক সময় ছোপ ছোপ দাগ দেখা যায়। সেই ক্ষেত্রে কি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া উচিত?
উত্তর : বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই যেতে হবে। কারণ স্পর্শকাতর ত্বকে মশা কামড় দিলেও পোস্ট ইনফ্লামেটরি হাইপারপিগমেন্টেশন হয়ে যায়। এই দাগটি আস্তে আস্তে গাঢ় হতে থাকে। কখনো কখনো বংশগতভাবে হয়। বাচ্চারা যদি পড়ে যায়, সেই দাগও যদি গভীর হয় তাহলে দীর্ঘমেয়াদি দাগ হয়ে যায়। যেকোনো ধরনের দাগ হলে অবহেলা না করে আমরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেব।