বন্ধ্যত্বের জন্য কেবল নারীরা দায়ী?
অনেকে ভাবেন, বন্ধ্যত্বের জন্য কেবল নারীরা দায়ী। তবে আসলে বিষয়টি কতটা সঠিক?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৭১তম পর্বে কথা বলেছেন ডা. সালেহা বেগম চৌধুরী। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গাইনি বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : বন্ধ্যত্বের ক্ষেত্রে কি কেবল নারী দায়ী?
উত্তর : আসলে এ রকম একটি ভ্রান্ত ধারণা সবার মধ্যেই রয়েছে যে সন্তান যদি না হয়, তাহলে আমরা সাধারণত মেয়েটাকে দায়ী করে থাকি। সমাজ যখন বলে, তোমার কারণে সন্তান হচ্ছে না, তখন সচেতন বা অবচেতন মনে সেও ভাবতে শুরু করে সমস্যাটা তার। কিন্তু সত্য যেটি সেটি হলো, পুরুষ-নারী দুজনের সমস্যার কারণে এটা হতে পারে। তবে আমাদের সমীক্ষায় বলা হতো, এটার ৪০ ভাগ হলো পুরুষের মধ্যে, ৪০ ভাগ মেয়েদের মধ্যে এবং ২০ ভাগ উভয়ের মধ্যে কারণ নিহিত রয়েছে। এখন ধারণা আরেকটু পরিবর্তন হয়েছে। এমনকি এখন ৪৫ ভাগ সমস্যা ধারণ করেন পুরুষ। ৩৫ ভাগ মেয়েদের মধ্যে। ২০ থেকে ২৫ ভাগ উভয়ের মধ্যে। কেবল নারীদের যে এ বিষয়ে দোষ দেওয়া হয়, এটি একেবারেই অমূলক।