বন্ধ্যত্ব—কখন বলা হয়?
বন্ধ্যত্ব একটি জটিল সমস্যা। এ সমস্যায় অনেক দম্পতিই ভোগেন। বন্ধ্যত্বের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২০২তম পর্বে কথা বলেছেন ডা. ফারজানা রহমান ডালিয়া। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও অবস বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : বন্ধ্যত্ব বলতে আসলে কী বোঝানো হয়?
উত্তর : আগে আমরা ইনফার্টিলিটি বা বন্ধ্যত্ব বলতাম। এখন আমরা সাব-ফার্টিলিটি বলছি। ইনফার্টিলিটি বলতে বোঝায় কখনোই আর বাচ্চা হওয়া সম্ভব নয়। কিন্তু সাব-ফার্টিলিটি মানে কোনো কারণে তার বাচ্চা হচ্ছে না। তার চিকিৎসা সম্ভব। চিকিৎসার মাধ্যমে সে সন্তান ধারণ করতে পারবে। তো আমরা যাকে বলছি বন্ধ্যত্ব বা সাব-ফার্টিলিটি, তার সংজ্ঞায় আমরা বলতে পারি, কোনো দম্পতি যদি কোনো ধরনের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করে, এক বছর ধরে সঠিক নিয়মে, সঠিক সময়ে বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করে, সহবাস করে, কিন্তু এর পরও বাচ্চা না হয়, এই ক্ষেত্রে আমরা তাকে সাব-ফার্টিলিটি বা বন্ধ্যত্ব বলি।