বন্ধ্যত্ব : কখন চিকিৎসকের কাছে যাবেন?
কোনো দম্পতি জন্ম নিয়ন্ত্রক পদ্ধতি ছাড়া এক বছর সহবাস করার পর সন্তান না হলে, একে বন্ধ্যত্ব বলে। এ সমস্যায় কখন চিকিৎসকের কাছে যেতে হবে?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২০২তম পর্বে কথা বলেছেন ডা. ফারজানা রহমান ডালিয়া। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও অবস বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : সন্তান না হলে কতদিন পর বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া উচিত?
উত্তর : কোনো দম্পতি এক বছর ধরে সহবাস করে যাচ্ছে, তার বাচ্চা হচ্ছে না, সেই ক্ষেত্রে অবশ্যই তার চিকিৎসকের কাছে যাওয়া উচিত। আর যদি বয়সটা বেশি হয়, ছয় মাসের মধ্যে সমস্যা হয়, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
প্রশ্ন : আপনারা কাকে, কী কী ধরনের পরীক্ষা- নিরীক্ষা দিয়ে থাকেন?
উত্তর : প্রথমে যদি কোনো দম্পতি আমাদের কাছে আসে যে কেন বাচ্চা হচ্ছে না, তাহলে স্বামী- স্ত্রী দুজনকেই আসতে হবে। সে ক্ষেত্রে পুরুষদের জন্য একটি পরীক্ষাই যথেষ্ট। সিমেন এনালাইসিসটা আমরা দেই। এরপর আমরা নারীদের ক্ষেত্রে কিছু হরমোনের পরীক্ষা দেই।
পলিসিস্টিক ওভারি রোগ বলে একটি রোগ রয়েছে, সেই ক্ষেত্রে হরমোনাল ভারসাম্যহীনতার কারণেই দেখা যায় যে বাচ্চা হয় না। সঠিক সময়ে ডিমটা ফোটে না। সেই কারণে আমরা কিছু হরমোনের পরীক্ষা দেই। অনেক সময় থাইরয়েড রোগের কারণে বাচ্চা নাও হতে পারে। সেই জন্য আমরা সেই হরমোনের পরীক্ষা দেই। একটি আল্ট্রাসোনোগ্রাম করি আমরা। আল্ট্রাসোনোগ্রাম করে দেখি আমরা তার ভেতরে সব কিছু ঠিক রয়েছে কি না। সামান্য পরীক্ষাগুলো আমরা প্রাথমিক অবস্থায় দিয়ে থাকি।