ডেঙ্গুতে আক্রান্তের কারণ কী, কীভাবে ছড়ায়?
ডেঙ্গু ভাইরাসের মাধ্যমে ডেঙ্গুজ্বরের উৎপত্তি। এই ভাইরাসবাহিত এডিস ইজিপ্টাই নামক মশা কামড় দিলে ডেঙ্গু জ্বর হয়। ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশা কোনো ব্যক্তিকে কামড়ালে সেই ব্যক্তি চার থেকে ছয় দিনের মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। আজ আমরা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্তের কারণ ও কীভাবে ছড়ায়, সেই সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে এ বিষয়ে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শিশু বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ ইমনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুসরাত জাহান দীপা।
সার্বিকভাবে ডেঙ্গু জ্বরের পরিস্থিতিটা কী, সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে ডা. মোহাম্মদ ইমনুল ইসলাম ইমন বলেন, স্বাভাবিক সময়ে ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতা এবং তার অবনতির দিকে একটু দৃষ্টিপাত করলে আমরা সবাই একটু আতঙ্কের মধ্যে পড়ে যাব। এই সংখ্যাটা যদি এভাবে চিন্তা করি যে, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বর্ষাকাল শুরু হয়। কিন্তু এ বছর পত্রিকাতে মে মাস থেকে এ রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করছি। এটি জুলাই মাসে এসেও ডেঙ্গুর প্রাদুর্ভাব অত্যন্ত তীব্র হবে। বর্তমানে প্রায় ৩৭ হাজারের বেশি ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছে। একই সময়ে ২০১ জনের মৃত্যু হয়েছে। এখনও বর্ষাকালের দীর্ঘ সময় বাকি রয়েছে।
এত দ্রুত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ার কারণটা কী, সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে ডা. মোহাম্মদ ইমনুল ইসলাম বলেন, ডেঙ্গু তার রূপ ও ধরন দুটোই বদলাচ্ছে। এ ছাড়া ডেঙ্গু তার উপস্থাপনটা কিছুটা বদলে দিয়েছে। এজন্য চিকিৎসকরা ডেঙ্গুর বর্তমান এই লক্ষণগুলোর সময়ের সঙ্গে তাল মিলিয়ে উঠতে পারছি না। এজন্য আমরা চিকিৎসকরা বিব্রতকর অবস্থায় পড়ছি। হঠাৎ করে শিশুরা কেন এমন আচরণ করছে। এটা আসলে খুব আতঙ্কজনক অবস্থা।
ডেঙ্গু আসলে কীভাবে এতো ছড়াচ্ছে, সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে ডা. মোহাম্মদ ইমনুল ইসলাম বলেন, ডেঙ্গু এমনই একটি ট্রপিক্যাল (গ্রীষ্মমণ্ডলীয়) রোগ, যেটা অত্যন্ত সংক্রামক। আমরা জানি, এডিস নামে একটি মশা রয়েছে। সেই মশা এই রোগটি বহন করে এবং এই রোগটি ছড়াচ্ছে। আক্রান্ত ব্যক্তিকে কামড় দেওয়ার কারণে সেই জীবাণুটা যখন তার দেহের বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আবার যখন অন্যজনকে কামড় দেয়, তখন ডেঙ্গু রোগটা ছড়িয়ে পড়ে। সুতরাং, ডেঙ্গু মশার প্রজননস্থল এবং ডেঙ্গু মশার বিস্তার, এটিই হচ্ছে–মূল কারণ। আমরা জানি, বর্তমান সময়ে এবং বিশ্বব্যাপী যে পরিবর্তনটুকু আমাদের জীবনযাপনে এসেছে। আমাদের আবহাওয়াজনিত পরিবর্তন এসেছে। সবমিলিয়ে আমরা যদি পানি ব্যবস্থাপনার দিকে আসি, সবগুলো মিলিয়ে একসঙ্গে করলে দিনের পর দিন দেখা যাচ্ছে–পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে। প্রতি বছরে বর্ষাকালে এই রোগটা আসবেই। তারপরেও এতটুকু প্রস্ততি থাকার পরে এই রোগটির বিস্তার ও কারণ অনুসন্ধান করতে গিয়ে আমরা প্রতিবারই বিব্রত হচ্ছি।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার কারণ ও সার্বিকভাবে করণীয় সম্পর্কে বিস্তারিত জানতে উপরের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ।