চিকিৎসকদের ওপর হামলা ঘটনায় স্বাচিপের প্রতিবাদ
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের ওপর ‘ন্যক্কারজনক হামলা’ উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।
গতকাল বৃহস্পতিবার স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী এবং মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
যৌথ বিবৃতিতে বলা হয়, গত ৬ সেপ্টেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল ছাত্রদের উপর সন্ত্রাসী ও হাসপাতাল পুলিশ ফাঁড়ির পুলিশদের কর্তৃক ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। ফাঁড়ির পুলিশ কর্তৃক এ জঘন্য হামলার ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে একজন ইন্টার্ন চিকিৎসক এবং একজন মেডিকেল শিক্ষার্থী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
এমন ন্যক্কারজনক হামলার ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান স্বাচিপ নেতারা।
এর আগে গত ৬ সেপ্টেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর চিকিৎসাসেবা প্রদানকে কেন্দ্র করে স্বজনরা কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন ইন্টার্ন চিকিৎসক আহত হন। পরবর্তীতে হাসপাতালের পুলিশ ফাঁড়িতে আটজন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল ছাত্র পুলিশ ফাঁড়ির কর্তব্যরত পুলিশ সদস্য কর্তৃক পুনরায় হামলা ও মারধরের শিকার হয়ে দুইজন ইন্টার্ন চিকিৎসক গুরুতর আহত হন।