প্রথমবারের মতো চমেক হাসপাতালে সিএপিডি সেবা চালু
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কিডনী রোগ বিভাগের তত্ত্বাবধানে চট্টগ্রামে প্রথমবারের মতো সরকারিভাবে ক্রমাগত অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস (সিএপিডি) চালু করা হয়েছে।
আজ মঙ্গলবার (৭ নভেম্বর) স্বাস্থ্য সেবা অধিদপ্তরের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়েছে, সিএপিডি হলো রেনাল রিপ্লেসমেন্ট থেরাপির একটি পদ্ধতি। সিএপিডি এর মাধ্যমে দূর- দূরান্তের ছুটে আসা রোগীরা নিজেরাই ঘরে বসে ডায়ালাইসিস করতে পারবেন।
সিএপিডি রোগীদের সচরাচর হাসপাতালে ভর্তি করা বা ডায়ালাইসিস সেন্টারে আসার প্রয়োজন নেই । এ ছাড়াও ডায়ালাইসিস মেশিনজনিত বিভিন্ন ধরনের জটিলতা থেকে রোগীদের পরিত্রাণও পাওয়া যায়। ইতোমধ্যে সারা বিশ্বের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সিএপিডি বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে।
এতে আরও জানানো হয়েছে, অদূর ভবিষ্যতে চট্টগ্রাম শহর থেকে দূরবর্তী স্থানের রোগীদের মাঝে এই পদ্ধতি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং রোগীদের মাঝে গ্রহণযোগ্যতা তৈরি করবে। প্রথমবারের মতো ডায়ালাইসিসের এই পদ্ধতি চমেক হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় আরেকটি নতুন দিগন্তের সূচনা করবে।