জেনে নিন বসন্তে নিজের যত্ন নেওয়ার পাঁচ উপায়
আগামীকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। আর বসন্ত বরণে সবাই ব্যস্ত। আর দিনটিকে কেন্দ্র করে এতো মানুষের মাঝে সবাই নিজেকে একটু আকর্ষণীয় করে তুলতে চায়। আর এজন্য শুধু মেকাপ ব্যবহার করে সুন্দর হওয়া যায় না। প্রয়োজন ত্বকের যত্ন। একইসঙ্গে চুলেরও চাই সঠিক যত্ন ও পুষ্টি। তাই বসন্তে নিজের যত্ন নেওয়ার পাঁচ উপায় জেনে নিন।
ত্বকের যত্ন
পার্লারে গিয়ে একটি ফেসিয়াল করিয়ে নিতে পারেন। সময় না থাকলে ত্বক ভালো করে পরিস্কার করে নিন। এরপর আপনার ত্বকের উপযোগী ফেস প্যাক লাগান। সিরাম লাগাতে ভুলবেন না। ত্বকে ময়েশ্চারাইজার অবশ্যই লাগাবেন। রাতে ঘুমানোর আগে নাইট ক্রিম লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। পরদিন সকাল বেলা আয়নার সামনে নতুন করে নিজেকে দেখুন।
চুলের যত্ন
তেল গরম করে চুলে লাগিয়ে রাখুন এক ঘন্টা। এরপর শ্যাম্পু করুন। কন্ডিশনার করতে ভুলবেন না। ভেজা চুলেই হেয়ার সিরাম লাগান। দেখবেন চুল দেখাবে সিল্কি এবং ঝরঝরে। এ ছাড়া, শুধু টক দই লাগিয়ে চুল ধুয়ে ফেললেও বেশ ভালো ফলাফল পাবেন।
পেডিকিওর ও ম্যানিকিউর
শুধু মুখের নয়, হাত ও পায়ের যত্নও নেওয় লাগবে। গরম পানিতে হাত ও পা ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। এরপর স্ক্র্যাব করুন। হাত-পা ধুয়ে লোশন মেখে রাখুন। এ সময় অবশ্যই নখ পরিস্কার করবেন।
খাদ্যাভাস
যেকোনো উৎসবের আগে চেষ্টা করুন ভাজাপোড়া খাবার ত্যাগ করা। প্রচুর পরিমাণে শাক-সবজি ও ফল খান। এতে আপনার ত্বক গ্লো করবে প্রাকৃতিকভাবে। প্রচুর পানি পান করুন।
পর্যাপ্ত ঘুম
নিজের যত্ন নিয়ে ঘুমোতে যান। ঘুমের কোনো বিকল্প নেই। ঘুম আপনার ত্বক ও মেজাজ ঠিক রাখতে কাজ করবে।
সকালে ওঠে বাসন্তী রঙের এমন পোশাক পরুন যা আপনার আত্নবিশ্বাস বাড়িয়ে তুলবে। অস্বস্তির কারণ হবে এমন পোশাক বাছাই করা থেকে বিরত থাকুন। মেকাপের আগে অবশ্যই ময়েশ্চাইরাইজার লাগাবেন। এতে মেকাপ হবে দীর্ঘস্থায়ী। চুলের ক্ষেত্রে এমন কিছু স্টাইল করুন যা আপনার ব্যাক্তিত্বের সাথে মানানসই হবে।