হঠাৎ ঝাপসা দৃষ্টি, কোন রোগের ইঙ্গিত?
জীবনের ব্যস্ততায় প্রতিনিয়ত আমাদের ছুটে চলতে হয়। আর বর্তমান সময়ে ব্যস্ত জীবনে ক্রমাগত নানা ধরনের অসুখ লেগেই রয়েছে সকলের। এরমধ্যে চুপিসারে আমাদের গ্রাস করছে এক ভয়ংকর শারীরিক সমস্যা। দ্রুত এই সমস্যার প্রতিকারে পদক্ষেপ না নিলে যে কোনো মানুষ এই অসুখের কবলে চলে যেতে পারেন। একটা সময় বেশি বয়সীদের মধ্যে এই অসুখের প্রবণতা লক্ষ্য করা গেলেও বর্তমানে কিন্তু কম বয়সীদের মধ্যেও এই অসুখের প্রবণতা বাড়ছে।
চক্ষু বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে স্ট্রোক একটি ভয়ংকর সমস্যায় পরিণত হয়েছে। এই অসুখ সকল বয়সে ছড়িয়ে পড়ার একাধিক কারণ রয়েছে। দ্রুত এই কারণগুলোকে আটকাতে না পারলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে না।
বিশেষজ্ঞরা জানান, ধূমপানের অভ্যাস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাইপার টেনশনের মতো সমস্যা ব্রেন স্ট্রোকের জন্য দায়ী। সুস্থভাবে বেঁচে থাকার জন্যে শরীরের প্রতিটি কোষে, এমনকি মস্তিষ্কের কোষেও রক্ত সঞ্চালন প্রয়োজন। কোনো কারণে যদি মস্তিষ্কের রক্তবাহী ধমনীতে রক্ত চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, তখন সেই কোষ অক্সিজেনের অভাবে নিস্তেজ হয়ে যায়। এটাকেই চিকিৎসকেরা স্ট্রোক বলে থাকেন। যদি আচমকা শরীরের ভারসাম্য বিগড়ে যায়। হঠাৎ এক চোখে বা দুই চোখেই দৃষ্টি হারিয়ে যায়। মুখের একদিক বেঁকে যায়। কথা বলতে গিয়ে কথা জড়িয়ে যায়। সেক্ষেত্রে ধরে নিতে হবে স্ট্রোক হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, যাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি। তাঁদের মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। বিশেষ করে অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার থাকলে স্ট্রোকের ঝুঁকি বাড়ে। যারা দিনভর বসে কাজ করেন। হাঁটা চলা বা কায়িক শ্রম করেন না বললেই চলে। তাঁদের এই রোগের ঝুঁকি অন্যদের থেকে অনেক বেশি। পুষ্টিকর খাবারের পরিবর্তে ভাজা-পোড়া, ফাস্ট ফুড বেশি খেলে স্ট্রোকের ঝুঁকি বাড়ে। অতিরিক্ত ধূমপান ও মদ্যপান করলেও এই ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।
যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাদের ডায়েট বা শরীর চর্চা না করার কারণে স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দেয়। এই সকল বিষয় নিয়ন্ত্রণে রাখলেই সহজে এই রোগের কবল থেকে মুক্তি পাওয়া সম্ভব।
সূত্র : নিউজ ১৮