অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটিতে টেরিটরি সেলস অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন।
পদের নাম
টেরিটরি সেলস অফিসার (টি এস ও)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর/ স্নাতক অথবা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। খাদ্যপণ্য বিক্রয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। অনভিজ্ঞদের ক্ষেত্রে স্নাতকোত্তর পাস হতে হবে। প্রার্থীকে পরিশ্রমী, আত্মবিশ্বাসী, চটপটে এবং উপস্থাপনা দক্ষতা সম্পন্ন হতে হবে। মোটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে। ন্যূনতম ২৪ থেকে অনূর্ধ্ব ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
কর্মস্থল
সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।
বেতন
আলোচনা সাপেক্ষে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিম্নে উল্লিখিত ঠিকানায় নির্দিষ্ট তারিখ ও সময়ে উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
২৯ সেপ্টেম্বর, ২০২১ (সকাল ৯:০০ টা থেকে দুপুর ১২ টা)
ঠিকানাঃ কালাম মঞ্জিল, ৬৬/১ (২য় তলা), আয়কর অফিসের পাশে, মাইজদী, নোয়াখালী।
১ অক্টোবর, ২০২১ (সকাল ৯:০০ টা থেকে দুপুর ১২ টা)
ঠিকানাঃ আবুল খায়ের এন্ড কোম্পানি লিমিটেড, পুরাতন অভয় আশ্রম রোড, উপজেলা অফিস এর বিপরীতে, কুমিল্লা।
৫ অক্টোবর, ২০২১ (সকাল ৯:০০ টা থেকে দুপুর ১২ টা)
ঠিকানাঃ আবুল খায়ের অয়েল মিল, রুবি গেইট, বায়েজিদ বোস্তামি, চট্টগ্রাম
৮ অক্টোবর, ২০২১ (সকাল ৯:০০ টা থেকে দুপুর ১২ টা)
ঠিকানাঃ আবুল খায়ের গ্রুপ, নাভানা এফ এস কসমো, বাড়ি# ৪/বি (২য় তলা), রোড# ৯৪, গুলশান- ২, ঢাকা- ১২১২
সাক্ষাৎকারের শেষ তারিখ
৮ অক্টোবর, ২০২১।
সূত্র : বিডিজবস।