ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ, পাবেন বিনামূল্যে এয়ার টিকেট
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটিতে এক্সিকিউটিভ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম
এক্সিকিউটিভ।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদ সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করার সুযোগ আছে। বিশ্লেষণ করার সক্ষমতা থাকতে হবে। মোটরসাইকেল চালনার লাইসেন্স থাকতে হবে। প্রার্থীদের মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ন্যুনতম ২২ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন
২৮,০০০/-টাকা। এছাড়াও মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক ইনক্রিমেন্ট, দুপুরের খাবার, বাইকের তেল খরচ ও বিনামূল্যে এয়ার টিকেট প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
২০ আগস্ট, ২০২২।
সূত্র : বিডিজবস।