একাধিকজনকে নিয়োগ দেবে আজকেরডিল, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান আজকেরডিল ডটকম। প্রতিষ্ঠানটিতে ‘ডেলিভেরিম্যান / ফুলটাইম কালেক্টর’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম
ডেলিভেরিম্যান / ফুলটাইম কালেক্টর – (গাজীপুর সিটি)।
পদসংখ্যা
মোট ২০ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ফুড ডেলিভারি / কুরিয়ার কোম্পানিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে মৌলিক জ্ঞান থাকতে হবে। স্মার্টফোন থাকতে হবে ও অপারেট করাতে দক্ষ হতে হবে। অনূর্ধ্ব-২৬ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। নিজস্ব সাইকেল থাকতে হবে।
কর্মস্থল
গাজীপুর।
বেতন
৮০০০/-টাকা।
আবেদনের প্রক্রিয়া
প্রার্থীদের বিডিজবস অনলাইনে আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় কাগতপত্র সঙ্গে নিয়ে নিম্নোক্ত ঠিকানায় বিকেল ৩টায় (শনিবার থেকে বৃহস্পতিবার) সরাসরি সাক্ষাৎ করতে হবে।
ঠিকানা : ৯৫ , কাজিবাড়ি ,আউটপারা,জাহানারা বিজনেস পয়েন্ট এর কাছে,যমুনা ব্যাংক গলি, গাজীপুর চৌরাস্তা ,গাজীপুর।
আবেদনের শেষ তারিখ
১৮ নভেম্বর, ২০২১।
সূত্র : বিডিজবস