একাধিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ ট্রেড অ্যাড ট্যারিফ কমিশন
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যাড ট্যারিফ কমিশন। চারটি ভিন্ন পদে মোট পাঁচ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, অফিস সহায়ক।
পদসংখ্যা
মোট পাঁচ জন
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি/ এসএসসি/ অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য প্রার্থীর কম্পিউটারে অভিজ্ঞতা সঙ্গে বাংলা ও ইংরেজিতে টাইপিং দক্ষতা থাকতে হবে। গাড়ি চালক পদের জন্য প্রার্থীর বৈধ ড্রাইভিং লাইসেন্স (ভারি মোটরযান) থাকতে হবে। অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের বেতন ১০,২০০-২৪,৬৮০/-টাকা,
কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক পদের বেতন ৯,৩০০-২২,৪৯০/-টাকা,
অফিস সহায়ক পদের বেতন ৮২৫০-২০২১০/-টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। আবেদনের সঙ্গে সদ্য তোলা পাসপোর্ট সাইজের চার কপি সত্যায়িত রঙিন ছবি সংযুক্ত করে নিম্নোক্ত ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম, নিজ জেলা, বিশেষ কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) উল্লেখ করতে হবে। এ ছাড়া আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর নাম ও ঠিকানা উল্লেখ করে ১০ টাকা মূল্যের ডাকটিকিটসহ ৯.৫ ইঞ্চি বাই ৪.৫ ইঞ্চি সাইজের ফেরত খাম দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সচিব, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, প্রথম ১২ তলা সরকারি অফিস ভবন, সেগুনবাগিচা, ঢাকা–১০০০।
আবেদনের শেষ তারিখ
১৩ এপ্রিল, ২০২২।
সূত্র : বাংলাদেশ ট্রেড অ্যাড ট্যারিফ কমিশন ওয়েবসাইট।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে