এসএসসি পাসে চাকরির সুযোগ উত্তরা ক্লাবে
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উত্তরা ক্লাব লিমিটেড । প্রতিষ্ঠানটিতে ‘ওয়েটার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারেন।
পদের নাম
ওয়েটার
যোগ্যতা
প্রার্থীকে এসএসসি পাস হতে হবে। বয়স ২০ থেকে ৩০ বছর। পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। ওয়েটার হিসাবে কাজের প্রমাণিত অভিজ্ঞতা। ক্যাশ রেজিস্টার এবং অর্ডার করার তথ্য সিস্টেমের অভিজ্ঞতা (Revel POS or Toast POS)। মৌলিক গণিত দক্ষতা।চমৎকার উপস্থাপনা দক্ষতা।শক্তিশালী সাংগঠনিক এবং মাল্টিটাস্কিং দক্ষতা, দ্রুত গতির পরিবেশে ভাল পারফর্ম করার ক্ষমতা ।সক্রিয় শ্রবণ এবং কার্যকর যোগাযোগ দক্ষ। দলীয় স্পিরিট ও কাজ করার নমনীয়তা।
কর্মস্থল
ঢাকা (উত্তরা)।
বেতন
আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
২২ আগস্ট, ২০২২।
সূত্র : বিডিজবস