ওয়ার্ল্ড ভিশনে চাকরির সুযোগ, থাকছে অন্যান্য সুবিধা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। প্রতিষ্ঠানটিতে ‘ইকোনমিক অ্যান্ড মার্কেট সিস্টেম স্পেশালিস্ট’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
ইকোনমিক অ্যান্ড মার্কেট সিস্টেম স্পেশালিস্ট।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাগ্রিকালচারাল বা ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে মার্কেট ডেভেলপমেন্ট ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিষয়ে প্রফেশনাল ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পদ সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইন্টারপারসোনাল স্কিল, কম্পিউটার চালনায় দক্ষতা ও নেগশিয়েশন করার করার সক্ষমতা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় দক্ষতা ও লাইসেন্স থাকতে হবে। প্রার্থীর বয়স কমপক্ষে ২৮ বছর হতে হবে।
কর্মস্থল
খুলনা ও সাতক্ষীরা।
বেতন
৭০,০০০-৭৫,০০০/-টাকা। এছাড়া টিএ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক দুই দিন ছুটি গ্র্যাচুইটি ও উৎসব ভাতা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী যোগ্য প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
১০ নভেম্বর, ২০২২।
সূত্র : বিডিজবস।