নিয়োগ দেবে গ্রাম বিকাশ কেন্দ্র, বেতন ২৩ হাজার টাকা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রাম বিকাশ কেন্দ্র। প্রতিষ্ঠানটিতে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম
অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার।
যোগ্যতা
প্রার্থীকে কোনো স্বীকৃত কারিগরি কলেজ/ইনস্টিটিউট হতে কৃষি/প্রাণি/মৎস্য বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে।সরাসরি মাঠপর্যায়ে কৃষি বিষয়ক আয়বর্ধনমূলক বাস্তবায়নে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পিকেএসএফ-এর প্রকল্পে অতীতে কাজ করেছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার নিয়োগের ক্ষেত্রে অন্যান্য বিবেচ্য বিষয়ঃ
শারীরিকভাবে সুস্থ, কর্মক্ষম, সাবলীল এবং উন্নত চারিত্রিক গুণাবলী সম্পন্ন হবে। গ্রামীণ পরিবেশে অবস্থান করে অতিদুর্গম/হাওর/উপকূলীয়/চরাঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে। বেসিক কম্পিউটার অপারেটিং জ্ঞান থাকতে হবে। সাইকেল চালানোর পারদর্শিতা থাকতে হবে। বয়সঃ বয়স সর্বোচ্চ ৩৫। যোগ্যতর প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিল করা যেতে পারে।
কর্মস্থল
দিনাজপুর
বেতন
মাসিক মোট বেতন ২৩,০০০/- (তেইশ হাজার) টাকা ।
কোম্পানির সুযোগ সুবিধাদি
বছরে দুটি বোনাস যা মাসিক থোক বেতনের ৫০%। মোবাইল ও যাতায়াত খরচ মাসিক ৭০০/- টাকা।
আবেদনের প্রক্রিয়া
জীবনবৃত্তান্ত ও সকল সনদপত্র, নাগরিকত্ব ও জাতীয় পরিচয়পত্র , সদ্য তোলা দুই কপি পিপিসাইজ ছবি, মোবাইল ফোন নম্বরসহ উপ-পরিচালক-এইচআর অ্যাডমিন , গ্রাম বিকাশ কেন্দ্র, হলদীবাড়ি রেলগেট,পার্বতীপুর, দিনাজপুর বরাবর সরাসরি/ডাক/কুরিয়ার যোগে অথবা ইমেল-এ [email protected] আগামী ২৬/০৮/২০২২ খ্রীঃ তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। নির্বাচনী পরীক্ষার জন্য কোন টিএ /ডিএ প্রদান করা হবে না। নারী, আদিবাসি প্রান্তিক জনগোষ্টি প্রাথীদের আবেদন করার জন্য উৎসাহিত করা যাচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলসহ যেকোনো সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
আবেদনের শেষ তারিখ
আগ্রহী প্রার্থীরা ২৬ আগস্ট, ২০২২ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র : বিডিজবস