নিয়োগ দেবে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (বাংলাদেশ অপারেশনস)। প্রতিষ্ঠানটিতে বাংলাদেশী শাখায় হেড অব রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
হেড অব রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে একাডেমিক পর্যায়ে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। এআরএম/ সিএফএ/ এফসিএ/ এফসিএমএ/সিআইএমএ/ এসিসিএ কোর্স সম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে। পদ সংশ্লিষ্ট বিষয়ে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরমধ্যে কমপক্ষে পাঁচ বছর রিস্ক ম্যানেজমেন্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কোর রিস্ক ম্যানেজমেন্ট, ব্রাঞ্চ ব্যাংকিং, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স , কোর ব্যাংকিং সিস্টেম, ক্যাপিটাল ম্যানেজমেন্ট বিষয়ে জানাশোনা থাকতে হবে।
বেতন
আলোচনা সাপেক্ষে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে (লিংক) আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
১৫ আগস্ট, ২০২২।
সূত্র : বিডিজবস