২০৫ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ শিশু হাসপাতাল
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। দুই্টি ভিন্ন পদে মোট ২০৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
সিনিয়র স্টাফ নার্স, সিনিয়র স্টাফ নার্স (শিশু কার্ডিয়াক)।
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। সিনিয়র স্টাফ নার্স (শিশু কার্ডিয়াক) পদের জন্য প্রার্থীর কার্ডিয়াক সার্জারি/ ক্যাথল্যাব/ কার্ডিয়াক আইসিইউ/ কার্ডিয়াক এইচডিইউয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ২০২০ সালের ২৫ মার্চ তারিখে যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে, তারাও আবেদন করতে পারবেন। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ওই তারিখে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
বেতন
১৬,০০০-৩৮,৬৪০/-টাকা।
আবেদনের প্রক্রিয়া
প্রার্থীকে পূর্ণ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি ও অন্যান্য কাগজপত্র নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে।
ঠিকানা: উপ-পরিচালক (হাসপাতাল), বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা।
আবেদনের শেষ তারিখ
১৫ জানুয়ারি, ২০২২।
সূত্র: প্রথমআলো।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে