৭৬ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। ১৬টি ভিন্ন পদের বিপরীতে মোট ৭৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, প্রধান সহকারী, হিসাব রক্ষক, স্টোর কিপার, ক্যাশিয়ার, ইলেকট্রিশিয়ান, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ক্যাটালগার, পিএবিএক্স, ওয়ার্কশপ অ্যাটেনড্যান্ট(সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, কম্পিউটার সায়েন্স), ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট (প্রকৌশল), ল্যাব অ্যাসিস্ট্যান্ট (পদার্থ ও রসায়ন), ক্যাশ সরকার, বার্তাবাহক ও অফিস সহায়ক।
পদসংখ্যা
সর্বমোট ৭৬ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক/ উচ্চমাধ্যমিক/ মাধ্যমিক পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা ও উক্ত পদে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধা কোটায় ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন স্কেল
বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://dteeng.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ
১৬ মার্চ, ২০২১।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৫ ফেব্রুয়ারি, ২০২১।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে