অভিজ্ঞতা ছাড়াই সাউথইস্ট ব্যাংকে ২৪ হাজার টাকার চাকরি
নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘ট্রেইনি ক্যাশ অফিসার’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। শিক্ষাজীবনের সব ক্ষেত্রের যেকোনো দুটিতে প্রথম বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনোভাবেই তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না।
বয়স
২০১৭ সালের ১৫ জানুয়ারি অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা কোটাধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন
প্রথম দুই বছর শিক্ষানবিশকালে নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ২০ হাজার টাকা এবং পরবর্তী বছর দেওয়া হবে প্রতিমাসে ২৪ হাজার টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করার পর নিয়োগ প্রাপ্তদের ‘জুনিয়র অফিসার (ক্যাশ)’ পদে পদোন্নতি ঘটবে এবং ব্যাংকের পে-স্কেল অনুযায়ী বেতন বৃদ্ধি পাবে।
আবেদন প্রক্রিয়া
বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করে প্রার্থীদের সাউথইস্ট ব্যাংকের ওয়েবসাইট (www.southeastbank.com.bd) থেকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সুযোগ থাকছে ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত।
বিস্তারিত দেখুন দৈনিক প্রথম আলো পত্রিকায় ৩০ জানুয়ারি, ২০১৭ প্রকাশিত বিজ্ঞপ্তিতে-