চুলের যত্নে শসা!
এতোদিন ত্বকের সৌন্দর্যের শসা ব্যবহার হতো। কিছু এটি চুলের জন্যও বেশ উপকারি। শসা ভিটামিন এবং খনিজ পদার্থে ভরপুর। এতে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা কিনা চুল পড়া কমাতে সাহায্য করে। চুলকে করে চকচকে। মাথার ত্বকেও পুষ্টি জোগায়। বিশেষ করে যাদের মাথার ত্বক তৈলাক্ত তাদের জন্য শসা খুবই কার্যকর। এতে প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট বৈশিষ্ট্য রয়েছে। এটি মাথার ত্বকে অতিরিক্ত তেল এবং সিবাম কমাতে সাহায্য করে। শসা মাথার ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে।
শসা ব্যবহারে মাথার ত্বক থাকে পরিষ্কার। ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণু দূর করে থাকে। শসা মাথার ত্বকের চুলকানি কমিয়ে থাকে।
শসার হেয়ার মাস্ক
তৈলাক্ত মাথার ত্বক হয়ে থাকলে শসার হেয়ার মাস্ক লাগাতে পারেন। এজন্য প্রথমে একটি শসাকে টুকরো করে কেটে নিন। এরপর এগুলো মাথার ত্বকে ঘষুন। এভাবে ১৫ মিনিট রেখে দিন। তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
শসা-মধুর হেয়ার মাস্ক
একটি শসা ও দুই টেবিল চামচ মধু নিন। এগুলো একসঙ্গে ব্লেন্ড করে নিন। এই মাস্কটি মাথার ত্বকে লাগান। ১৫ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত একদিন এটি ব্যবহার করুন। এতে মাথার ত্বকের তৈলাক্ততা কমবে।
শসা-দইয়ের মাস্ক
প্রথমে একটি শসা ম্যাশ করে নিন। এরপর দই ও মধু মিশান। এবার এই মাস্কটি মাথার ত্বকে ও চুলে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
শসা মাথার ত্বকের সমস্যা সমাধান করে থাকে। এটি চুলকে হাইড্রেটিং রাখে। এর পাশাপাশি চুলকে পুষ্টিকর এবং পরিষ্কার রাখে।
সূত্র- বোল্ডস্কাই