চুল পড়া নিয়ন্ত্রণে জবা ফুলের ৪ ব্যবহার
নারী-পুরুষ উভয়েরই একটি সাধারণ সমস্যা ‘চুল পড়া’। এর প্রধান কারণগুলির মধ্যে রয়েছে চাপ, হরমোনের ভারসাম্যহীনতা, পুষ্টির ঘাটতি, পরিবেশ দূষণ। চুল পড়া কমাতে আপনি খুব সস্তা একটি জিনিস ব্যবহার করতে পারেন। এটি আপনার বাগান থেকেই সংগ্রহ করা যাবে। আর সেটি হচ্ছে জবা ফুল। প্রাচীনকাল থেকেই চুল পড়ার রোধে ব্যবহৃত হয়ে আসছে জবা ফুল। এগুলোতে ভিটামিন এবং খনিজ রয়েছে। জবা ফুল চুলের বৃদ্ধির জন্য কার্যকর। মাথার ত্বকের পিএইচ পুনরুদ্ধার করতে সহায়তা করে।
এটি একটি প্রাকৃতিক উপাদান। চুল পড়া নিয়ন্ত্রণে চারটি উপায়ে জবা ফুল ব্যবহার করা যায়।
জবা ফুলের পেস্ট তৈরি করুন
পেস্ট তৈরি করতে কয়েক টেবিল চামচ পানির সাথে এক টেবিল চামচ জবা ফুলের পাউডার মিশিয়ে নিন। এবার এই পেস্টটি আপনার মাথার ত্বকে এবং চুলে লাগান। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার এটি ব্যবহার করলে অবশ্যই চুল পড়া কমাতে সাহায্য করবে।
জবা ফুলের তেল ব্যবহার করুন
সমান পরিমাণে জবা ফুলের পাউডার এবং নারকেল তেল মিশিয়ে নিন। এবার এই তেলটি মাথার ত্বকে ১০ মিনিটের জন্য ম্যাসাজ করুন। সারারাত রেখে দিন। পরদিন শ্যাম্পু করে ফেলুন।
জবা ফুলের শ্যাম্পু তৈরি করুন
জবা ফুলের পাউডার এবং পানি সমান পরিমাণে মিশিয়ে শ্যাম্পু তৈরি করে ফেলুন। সপ্তাহে দুইদিন এই শ্যাম্পু ব্যবহার করুন। চুল পড়া কমাতে সাহায্য করবে।
কন্ডিশনারে জবা ফুল ব্যবহার করুন
চুলকে মজবুত করতে এবং চুল পড়া কমাতে নিয়মিত কন্ডিশনারে এক টেবিল চামচ জবা ফুলের পাউডার যোগ করতে পারেন।
সূত্র- বোল্ডস্কাই