জেনে নিন ব্লিচ করার সঠিক সময়
ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য অনেকেই ব্লিচ করে। এতে ত্বক ফর্সা হয়। তবে ব্লিচ করার সময় কিছু জিনিস মেনে চলতে হয়। তা না হলে ত্বকের জন্য এটি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।
২০১৮ সালের এক পরিসংখ্যান থেকে দেখা গিয়েছে যে, প্রায় ২৭.৭ শতাংশ মানুষ তাদের ত্বকে ব্লিচ করেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) এর একটি রিপোর্ট থেকে পাওয়া গিয়েছে যে, ২০২৪ সালের মধ্যে ব্লিচিং শিল্প প্রায় ৩১.২ বিলিয়ন ডলারে পৌঁছাবে।
ব্লিচিং ত্বকে উপস্থিত মেলানিনের ঘনত্ব কমাতে সাহায্য করে। আমাদের ত্বক যে পিগমেন্ট তৈরি করে তা মেলানোসাইট নামে পরিচিত। তাই ত্বকে ব্লিচ ব্যবহার করলে মেলানোসাইটের সংখ্যা কমিয়ে দেয়।
অনেক দেশই ত্বকে ব্লিচ ব্যবহার নিষিদ্ধ করেছে। বিশেষজ্ঞদের মতে, যাদের ত্বক সংবেদনশীল এবং শুষ্ক তাদের ব্লিচ করা এড়িয়ে যাওয়া উচিত। ত্বকে একজিমা বা এটোপিক ডার্মাটাইটিস রয়েছে তাদের ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করা উচিত। এ ছাড়াও যারা চোখের নিচে জ্বালাপোড়া বা চুলকানিতে ভুগছেন তাদেরও এটি ব্যবহার করা থেকে এড়িয়ে যাওয়া উচিত।
ব্লিচ করার সময়
বিশেষজ্ঞরা বলছেন, ব্লিচ করার উপযুক্ত সময় হচ্ছে রাত। কারণ রাতে ত্বক দ্রুত পুনরুদ্ধার হয়। দিনের বেলা ত্বকে ব্লিচিং না করানো ভাল। সূর্যের রশ্মি ব্লিচ করা ত্বকের ক্ষতি করতে পারে।
সূত্র- নিউজ ট্রাক