ডার্ক সার্কেল কমাবে কফি মাস্ক
ক্লান্তি, বয়স বা জেনেটিক্সের কারণে চোখের নিচের ডার্ক সার্কেল দেখা দেয়। পারিবারিক কারণে ভালভাবে বিশ্রাম নেওয়ার পরেও এই ডার্ক সার্কেল থেকে যায়।
ক্লান্তির কারণে হয়ে থাকলে বেশি ঘুম এবং বিশ্রাম নেওয়ার প্রয়োজন। তবে, জেনেটিক্সের কারণে হলে ক্যাফিন, রেটিনল বা হায়ালুরোনিক অ্যাসিডযুক্তআই ক্রিম বেছে নিন। কিন্তু কীভাবে বুঝবেন চোখের ফোলাভাব বা কালি পড়ার কারণ?
সাধারণত, আপনি যখন ক্লান্ত হন, তখন আপনার চোখের চারপাশের ত্বক ফুলে যেতে পারে। ডার্ক সার্কেল দেখা দিতে পারে। চোখের চারপাশ ফুলে গেলে বুঝতে হবে এটি ক্লান্তির কারণ। ক্লান্তির অন্যান্য লক্ষণগুলির মধ্যে রয়েছে রাতের ঘুমের পরেও ক্লান্ত বোধ করা, মনোনিবেশ করার ক্ষমতা হ্রাস এবং অনুপ্রেরণার অভাব । এই, ক্লান্তি জনিত কারণে চোখের নীচের ফোলাভাব বা ডার্ক সার্কেল কমানোর সমাধান হচ্ছে কফি গ্রাউন্ডস। চোখের ফোলাভাব কমাতে কফি গ্রাউন্ডস বিস্ময়করভাবে কাজ করে। এটি প্রদাহ এবং লালভাব কমায়। তাই আপনার স্কিনকেয়ার রুটিনে ক্যাফিন অন্তর্ভুক্ত করুন।
কীভাবে তৈরি করবেন কফি গ্রাউন্ড আই-মাস্ক?
· ১৪ কাপ গরম পানি নিন। এতে দুই টেবিল চামচ কফি গ্রাউন্ড মিশিয়ে নিন।
· এবার ঠাণ্ডা হলে আইস কিউবে রূপান্তর করুন। এরপর ফ্রিজে রাখুন।
· এবার এই বরফগুলি তুলার প্যাডগুলির মধ্যে কয়েক মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। এই তুলার প্যাডগুলি আপনার চোখের নীচে রাখুন।
· এটি পুরোপুরি শুকনো না হওয়া পর্যন্ত ত্বকে শোষণ করতে দিন। দুই দিন পর পর পুনরাবৃত্তি করুন। এরপর নিজেই ফলাফল দেখতে পারবেন।
কফি গ্রাউন্ড আন্ডার-আই মাস্কের জন্য একটি দুর্দান্ত উপাদান। কফিতে পাওয়া ক্যাফিন ত্বককে এক্সফোলিয়েট করার সময় চোখের চারপাশে ফোলাভাব কমায়। এই মাস্কটি কেবল ডার্ক সার্কেল কমাতে সহায়তা করে না। বরং এটি বলিরেখাও কমায়।এ ছাড়া, ত্বকের টোন উন্নত করতে পারে।
সূত্র- বোল্ডস্কাই