যে ৫ উপায় আইস ফেসিয়াল ত্বকের ক্ষতি করছে
আজকাল আইস ফেসিয়ালের কথা খুব শোনা যাচ্ছে। সেলিব্রেটিরা প্রায় এই ফেসিয়ালের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দিচ্ছে। তবে এটি মুখে ফোলাভাব কমায়। ত্বকে প্রশান্তি এনে দেয়। কিন্তু এই ফেসিয়ালের ফলাফল দীর্ঘস্থায়ী নয়। ঘন ঘন এই ফেসিয়াল করলে হতে পারে বিপত্তি। বিশেষ করে গরমের দিনে অনেকেই এই ফেসিয়াল করে থাকে। এই ফেসিয়ালের উপাদান হাতের নাগালে পাওয়া যায় বলে অনেকেই ঘন ঘন এটি করে থাকেন। তবে এই ফেসিয়াল করার আগে অবশ্যই কিছু জিনিস জেনে নেওয়া প্রয়োজন। না হলে আপনার ত্বকের ক্ষতি হতে পারে।
সংবেদনশীল ত্বকের ক্ষতি করতে পারে
যাদের ত্বক সংবেদনশীল তাদের এই ফেসিয়াল থেকে দূরে থাকাই ভাল। বরফ ত্বক শুষ্ক করে তুলে। ত্বকে লালভাব সৃষ্টি করতে পারে। সরাসরি মুখে বরফ লাগানো এড়িয়ে চলুন। বরফ প্রয়োগ করার সময় বরফের চারপাশে একটি পাতলা তোয়ালে জড়িয়ে নিন।
রোদে থেকে এসে বরফ প্রয়োগ করবেন না
গরমে সূর্যের আলো প্রখর থাকে। সারাদিনের কাজ শেষে আমাদের ইচ্ছা করে মুখে শীতল অনুভূতি নিতে। এ সময় সরাসরি বরফ লাগালে ত্বকের ক্ষতি হবে। সূর্যের আলো থেকে ফিরে বরফ লাগালে মাথাব্যথা হবে। এর পাশাপাশি ত্বকে জ্বালা হতে পারে।
ত্বকের দীর্ঘমেয়াদী সমস্যা সমাধান করে না
অনেকেই ব্রণ হলে তার চারপাশে বরফ ঘষে থাকে। কিন্তু এটি দীর্ঘমেয়াদী উপায় নয়। স্বল্প সময়ের জন্য এটি কাজ করবে। আপনার ত্বকে যদি অনেক দিন ঘরে ব্রণ থাকে তবে চিকিৎসকের পরামর্শ নিন। আইস ফেসিয়াল হয়তো আপনার ত্বক সতেজ এবং পুনরুজ্জীবিত করবে। তবে তা খুব কম সময়ের জন্য।
ত্বকের রক্ত প্রবাহকে প্রভাবিত করে
আইস ফেসিয়াল ত্বকের রক্ত প্রবাহকে প্রভাবিত করে। তাই এটি বেশি না করাই ভাল। ত্বকে জ্বালাপোড়া বা র্যাশ হলে এই ফেসিয়াল এড়িয়ে যাওয়া উচিত।
অক্সিজেনের অভাব হতে পারে
আইস ফেসিয়াল দীর্ঘক্ষণ করলে ত্বকে ক্ষতি হয়। অতিরিক্ত ঠাণ্ডা ত্বকের জন্য ভাল না। ত্বককে অক্সিজেন থেকে বঞ্চিত করতে পারে।
সূত্র- এনডিটিভি