ঈদ স্পেশাল
ধানমণ্ডি ও গুলশানে গ্লোরিয়া জিন’স
অস্ট্রেলিয়ার বিখ্যাত গ্লোরিয়া জিন’স কফির স্বাদ নিতে পারবেন ঢাকায় বসেই। বর্তমানে কফি শপটির দুটি আউটলেট রয়েছে ধানমণ্ডি ও গুলশানে। এই কফি শপে ঢুকতেই যে ব্যাপারটি চোখে পড়ে তা হলো বেশ আরামদায়ক বসার ব্যবস্থা। ছোট টেবিলের পাশাপাশি বড় টেবিলও রয়েছে। যেখানে বন্ধুরা অথবা পরিবারের সবাই একসঙ্গে বসে কফির স্বাদে হারিয়ে যেতে পারেন। তবে কফির কদর যাঁরা করেন, তাঁদের কাছে যে ব্যাপারটি ভালো লাগবে তা হলো, চার দেয়ালে আটকে থাকা কফির মোহনীয় মাতাল করা সুঘ্রাণ। এ ছাড়া বাইরে বসেও কফির স্বাদ উপভোগের জন্য রয়েছে চমৎকার ব্যবস্থা।
কফি শপটির পেছনের অংশে গাছপালা আর ছোট বাঁশের বেড়া দিয়ে ঘেরা সবুজ পরিবেশে বসে বিশ্বখ্যাত বোস সাউন্ডসিস্টেমে সংগীত উপভোগ করতে পারবেন। ভেতর ও বাইরে মিলিয়ে ১৫০ জনের বসার ব্যবস্থা আছে।
বিভিন্ন ধরনের কফির দামগুলো হলো এসপ্রেসো ও মাকিয়াতো ১৩৯ টাকা। ক্যাপুচিনো ও লাতে ছোট ১৫২ টাকা, বড় ১৯২ টাকা। আমেরিকানো (ব্ল্যাক কফি) ছোট ১৩৯ টাকা, বড় ১৭৪ টাকা। গ্লোরিয়া জিন’সের কফি অব দ্য ডে ছোট ১৩৯ টাকা, বড় ১৭৪ টাকা। এ ছাড়া আছে কোল্ড কফি। এ ছাড়া পাবেন চা, হট চকলেট ও কিছু কোল্ড ড্রিংকস ও সালাদ। খাবারের মধ্যে আছে ইতালিয়ান, কন্টিনেন্টাল ও ফিউশন খাবার।
গ্লোরিয়া জিন’স সকাল ৭টায় খোলে। তাই তাদের রয়েছে সকালের নাশতার ব্যবস্থা। যেটার নাম তারা দিয়েছেন বিগ ব্রেকফাস্ট। এই নাশতার মধ্যে আছে- ফ্রেঞ্চ ব্রেড সঙ্গে মাখন, স্ক্র্যাম্বলড এগ, চিকেন সসেজ, হ্যাশ ব্রাউন, গ্রিল্ড টমেটো ও বিফ স্ট্রিপ। কিছুটা ভারী খাবার হিসেবে আছে স্প্যাগেটি বলোনেজ ও চিকেন স্প্যাগেটি। এ ছাড়া আছে কয়েক ধরনের পাস্তা। আলিও-ই-ওলিও নামের পাস্তাটি চেখে দেখার মতো। আরো আছে মাশরুম রাইস উইথ হট সাওয়ার মিটবল। গ্রিক সালাদটা চেখে নিতে পারেন যদি আপনি স্বাস্থ্যসচেতন হন। মাংস যাঁরা পছন্দ করেন, তাঁদের জন্য আছে ল্যাম্ব কাটলেট। হালকা খাবার হিসেবে বেছে নিতে পারেন স্যান্ডউইচ। এর মধ্যে কারি বিফ, টুনা-পাইন অ্যাপল, স্মোকড চিকেন, গ্রিল্ড ভেজিটেবল, বিফ স্টেক স্যান্ডউইচ উল্লেখযোগ্য। কিছু কম্বো মিল (কফি ও খাবার) পাবেন এখানে। মিষ্টিমুখ করার জন্য আছে কুকিজ ও পেস্ট্রি। খাবারের মেন্যু ৫০ টাকা থেকে ৫০০ টাকা।