রূপচর্চায় তরমুজের সাত ব্যবহার
তরমুজ ত্বকের জন্য পুষ্টিকর। এটি ত্বককে হাইড্রেট রাখে। ফেসিয়াল টোনার এবং মাস্ক হিসেবে তরমুজ দুর্দান্ত কাজ করে। এটি ত্বককে সতেজ রাখে। বিশেষ করে গরমে তরমুজ ব্যবহারে ভাল ফল পাবেন। এটি ত্বকে শীতল অনুভব দেয়। তবে অ্যালার্জির প্রতিক্রিয়া এড়াতে আগে পরীক্ষা করে নিন।
ফেসিয়াল টোনার
তরমুজের একটি ছোট টুকরা নিন। এটি কেটে রস বের করে নিন। টোনার হিসাবে তুলার সাহায্য পুরো মুখে রস প্রয়োগ করুন। তরমুজ ভিটামিন এ এবং সি সমৃদ্ধ। এটি আপনার ত্বককে ঠাণ্ডা রাখবে। হাইড্রেট করতে সহায়তা করবে।
ফেস মাস্ক
দুই টেবিল চামচ তরমুজের সঙ্গে এক টেবিল চামচ মধু মিশিয়ে নিন। এবার মিশ্রণটি সারা মুখে লাগান। এটি ১৫ মিনিটের জন্য রেখে দিন। তারপরে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেস মাস্কটি আপনার ত্বককে এক্সফোলিয়েট করবে। ত্বক উজ্জ্বল করতে সহায়তা করবে।
ফেইস মিস্ট
তরমুজের রস একটি স্প্রে বোতলে ভরে নিন। ঘরে বসে একটু পর পর আপনার মুখে এটি স্প্রে করুন। এতে আপনার ত্বক সতেজ থাকবে। ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করবে।
তরমুজ ঠোঁটের স্ক্রাব
এক টেবিল চামচ তরমুজের রস, ১ টেবিল চামচ চিনি ও ১ চা চামচ নারকেল তেল মিশিয়ে নিন। এই মিশ্রণটি আপনার ঠোঁটকে এক্সফোলিয়েট করতে ব্যবহার করুন। এতে ঠোঁট থাকবে মসৃণ।
বডি স্ক্রাব
এক কাপ ম্যাশ করা তরমুজ নিন। এতে এক কাপ চিনি ও এক চতুর্থাংশ নারকেল তেল মিশিয়ে নিন। এটি বডি স্ক্রাব হিসেবে ব্যবহার করুন। আপনার শরীরকে এক্সফোলিয়েট করবে। ত্বককে নরম এবং কোমল রাখবে।
চোখের যত্নে
তরমুজের দুইটি টুকরো কেটে চোখের উপরে ১০-১৫ মিনিটের জন্য রাখুন। এতে ফোলাভাব কমে যাবে। চোখের ক্লান্তি দূর করবে।
তরমুজে পা ভিজিয়ে রাখুন
গরম পানিতে এক কাপ তরমুজের রস যোগ করুন। এতে ১৫-২০ মিনিটের জন্য পা ভিজিয়ে রাখুন। শুকনো ও ফাটা পা হাইড্রেট করতে এটি বেশ কার্যকর।
সূত্র- হিন্দুস্তান টাইমস